ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা ও সর্বোচ্চ দাম ১৫০০ টাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রাম পর্বেরই টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে ওয়েস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ৫০০ ও ১০০০ টাকায় ক্লাব হাউজ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের গ্যালারিতে বসে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন। সর্বোচ্চ ১৫০০ টাকা টিকিটের দাম দুই গ্যালারির। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটিতে বসে খেলা দেখা যাবে ১৫০০ টাকায়।
বিটাক সার্কেলের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়াম—টিকিটের কাউন্টার এই দুটি। টিকিট বিক্রি শুরু হবে পরশু হবে। ম্যাচের দিন ও আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংগ্রহের বুথ রয়েছে এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে। ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বুথ থেকে টিকিট নেওয়া যাবে। অনলাইনে টিকিট বিক্রি হবে আগামীকাল থেকে।
৩,৫ ও ৭ মে চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।
আরও পড়ুন:
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা ও সর্বোচ্চ দাম ১৫০০ টাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রাম পর্বেরই টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে ওয়েস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ৫০০ ও ১০০০ টাকায় ক্লাব হাউজ ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের গ্যালারিতে বসে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন। সর্বোচ্চ ১৫০০ টাকা টিকিটের দাম দুই গ্যালারির। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটিতে বসে খেলা দেখা যাবে ১৫০০ টাকায়।
বিটাক সার্কেলের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এমএ আজিজ স্টেডিয়াম—টিকিটের কাউন্টার এই দুটি। টিকিট বিক্রি শুরু হবে পরশু হবে। ম্যাচের দিন ও আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট সংগ্রহের বুথ রয়েছে এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে। ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বুথ থেকে টিকিট নেওয়া যাবে। অনলাইনে টিকিট বিক্রি হবে আগামীকাল থেকে।
৩,৫ ও ৭ মে চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলবে প্রথম তিন টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে