শ্রীলঙ্কার ওপর ভরসা রাখছেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ১২: ১৪
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১২: ৩২

অ্যাডিলেডে গতকাল আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। কেননা, এখনো অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। স্বাগতিকদের সেমিফাইনাল খেলার ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কার ওপর। আর এই শ্রীলঙ্কার ওপর ভরসা রাখছেন গ্লেন ম্যাক্সওয়েল।

গ্রুপ-১-এ সমান পাঁচ ম্যাচ করে খেলেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুটো দলেরই পয়েন্ট এখন সাত, যেখানে কিউইদের নেট রানরেট: +২.১১৩ এবং সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। কিন্তু অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। কেননা, তাদের নেট রানরেট:-০.১৭৩ আর এটাই সবচেয়ে দুশ্চিন্তার জায়গা। কেননা, এক ম্যাচ কম খেলা ইংল্যান্ডের নেট রানরেট: +০.৫৪৭। আর আজ সিডনিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। ইংল্যান্ড এই ম্যাচ জিতলেই যাবে সেমিফাইনালে। 

সেমিফাইনালে যেতে অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ওপর, যেখানে শ্রীলঙ্কা জিতলেই স্বাগতিকেরা চলে যাবে সেমিফাইনালে। শ্রীলঙ্কা এই ম্যাচ জিতবে বলে মনে করেন ম্যাক্সওয়েল। গতকাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং পরের ম্যাচ দেখতে হবে। শ্রীলঙ্কার জয় চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই এবং আশা করি, তারা (শ্রীলঙ্কা) আমাদের জন্য কাজটা করতে পারবে।’

গতকাল ম্যাচের বেশির ভাগ সময় অস্ট্রেলিয়া আধিপত্য বিস্তার করেছিল ঠিকই। তবে আফগানিস্তানও শেষ পর্যন্ত লড়েছে আর তাতেই অস্ট্রেলিয়া ভয় পেয়ে গিয়েছিল বলে মনে করেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার বলেন, ‘আফগানিস্তান সত্যিই খুব দারুণ খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা ২ পয়েন্ট পেয়েছি। তাদের শুরুটা দারুণ হয়েছিল এবং শেষের দিকে তারা বেশ কিছু শট খেলেছে এবং আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত