শ্রীলঙ্কায় মোস্তাফিজের দলের ‘বাংলাদেশি’ মালিক গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ২১: ৩৮
আপডেট : ২২ মে ২০২৪, ২২: ২৭

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর সামনে রেখে গতকাল টুর্নামেন্টের নিলাম শেষ হয়েছে। তাতে দুর্দান্ত এক স্কোয়াডই সাজিয়েছে ডাম্বুলা থান্ডার্স। কিন্তু টুর্নামেন্টে শুরুর আগেই ধাক্কা খেল দলটি। 

ফিক্সিং সন্দেহ আজ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে দলটির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালিক গ্রেপ্তার হওয়ার পরেই ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করেছে এলপিএল কর্তৃপক্ষ। 

ডাম্বুলার হয়েই এলপিএলে খেলার কথা মোস্তাফিজুর রহমানের। আইকন খেলোয়াড় হিসেবে বাংলদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ডাম্বুলার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মালিক গ্রেপ্তার হওয়ায় ২৯ বছর বয়সী পেসারের প্রথমবার এলপিএলে খেলতে যাওয়ার বিষয়টা এখন শঙ্কায় পড়ে গেল।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, কলম্বো থেকে বিমানে চড়ার সময় তামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর সঙ্গে এলপিএলের দুর্নীতির সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত বিষয়টা পরিষ্কার নয়।

তামিমকে শ্রীলঙ্কার ক্রীড়া আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে ফিক্সিং বিষয়ক বেশ কিছু অপরাধকে আইনের আওতায় নিয়েছে শ্রীলঙ্কা। ওই বছরের নভেম্বরে তিনটি অপরাধের প্রতিরোধের বিল সংসদে পাস করেছে দ্বীপরাষ্ট্রটি। 

আগামী ১ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টে মোস্তাফিজের সঙ্গে ডাম্বুলায় খেলার কথা ছিল ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ এবং শ্রীলঙ্কার দাসুন গুনাতিলাকা, অকিলা ধনঞ্জয়া ও দিলশান মাদুশঙ্কার মতো তারকাদের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত