নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আরও একটা সুযোগ এসেছিল। তবে নুয়ান তুশারার তোপ দাগানো বোলিংয়ে উল্টো ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। আজ সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচেও বাংলাদেশের বোলিংয়ের দৃশ্যপট অনেকটা আগের দুই ম্যাচের মতো।
বোলিংয়ে শুরুটা ততটা ভালো না হলেও শেষ দিকে প্রত্যাবর্তন ছিল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও। তবু কুশল মেন্ডিসের ৫৫ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ১৭৪ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সংস্করণে মেন্ডিসের প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠেছে বাংলাদেশ। এ পর্যন্ত তাদের বিপক্ষে ৮ ম্যাচ খেলে ৬ টিতে ফিফটি তুলে নিয়েছেন মেন্ডিস।
১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৯.৪ ওভারে ১৪৬ রানে। ম্যাচ শেষে তুশারাকে প্রশংসায় ভাসান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বললেন, ‘যেভাবে শুরু হয়েছিল, তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু বিশেষ করে শেষ ৪-৫ ওভারে আমরা শক্তভাবে কামব্যাক করেছিলাম। কিন্তু নুয়ান তুশারা যেভাবে বোলিং করেছে তাকে কৃতিত্ব দিতে হবে, আমি মনে করি সে দুর্দান্তভাবে বোলিং করেছে।’
শান্তর মতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ২৮ রানে দলে হারলেও লেজের তিন ব্যাটার রিশাদ হোসেন (৫৩), শেখ মেহেদী হাসান (১৯) ও তাসকিন আহমেদের (৩১) ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমরা প্রথম ছয় ওভার কেমন খেলি, সেটার ওপর নির্ভর করে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে চেয়েছিলাম। আপনি যদি তিনটি ম্যাচের দিকে তাকান, আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদী যেভাবে ব্যাটিং করেছে, তাদের জন্য সত্যিই খুশি।’
কিন্তু হেরে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে ইতিবাচক কী নিয়ে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ দল? শান্ত বলেছেন, ‘আমরা এই (টি-টোয়েন্টি) সিরিজ থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি, কিন্তু এটা (ওয়ানডে) ভিন্ন সংস্করণ এবং আমরা এটির জন্য মুখিয়ে আছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আরও একটা সুযোগ এসেছিল। তবে নুয়ান তুশারার তোপ দাগানো বোলিংয়ে উল্টো ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। আজ সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচেও বাংলাদেশের বোলিংয়ের দৃশ্যপট অনেকটা আগের দুই ম্যাচের মতো।
বোলিংয়ে শুরুটা ততটা ভালো না হলেও শেষ দিকে প্রত্যাবর্তন ছিল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও। তবু কুশল মেন্ডিসের ৫৫ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ১৭৪ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সংস্করণে মেন্ডিসের প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠেছে বাংলাদেশ। এ পর্যন্ত তাদের বিপক্ষে ৮ ম্যাচ খেলে ৬ টিতে ফিফটি তুলে নিয়েছেন মেন্ডিস।
১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৯.৪ ওভারে ১৪৬ রানে। ম্যাচ শেষে তুশারাকে প্রশংসায় ভাসান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বললেন, ‘যেভাবে শুরু হয়েছিল, তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু বিশেষ করে শেষ ৪-৫ ওভারে আমরা শক্তভাবে কামব্যাক করেছিলাম। কিন্তু নুয়ান তুশারা যেভাবে বোলিং করেছে তাকে কৃতিত্ব দিতে হবে, আমি মনে করি সে দুর্দান্তভাবে বোলিং করেছে।’
শান্তর মতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ২৮ রানে দলে হারলেও লেজের তিন ব্যাটার রিশাদ হোসেন (৫৩), শেখ মেহেদী হাসান (১৯) ও তাসকিন আহমেদের (৩১) ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমরা প্রথম ছয় ওভার কেমন খেলি, সেটার ওপর নির্ভর করে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে চেয়েছিলাম। আপনি যদি তিনটি ম্যাচের দিকে তাকান, আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদী যেভাবে ব্যাটিং করেছে, তাদের জন্য সত্যিই খুশি।’
কিন্তু হেরে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে ইতিবাচক কী নিয়ে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ দল? শান্ত বলেছেন, ‘আমরা এই (টি-টোয়েন্টি) সিরিজ থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি, কিন্তু এটা (ওয়ানডে) ভিন্ন সংস্করণ এবং আমরা এটির জন্য মুখিয়ে আছি।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৪ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৪ ঘণ্টা আগে