নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বহু কাঠখড় পুড়িয়ে তিন দিন আগে বাংলাদেশে পৌঁছার পরও শান্তিতে নেই আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল! আজ এই দলের তিনজনের করোনা পজিটিভ এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে সিলেটে রুম কোয়ারেন্টিনে আছেন আফগান যুবারা।
বিসিবির ওই সূত্র জানিয়েছে, গতকাল প্রথম পরীক্ষায় আফগান দলের সবার করোনা নেগেটিভ আসে। তবে দ্বিতীয় পরীক্ষায় তিনজনের করোনা পজিটিভ ধরা পড়ে। ‘ফলস পজিটিভ’ কি না সেটি নিশ্চিতে তাঁদের তৃতীয় দফায় করোনা পরীক্ষা করা হয়েছে। আজকের ফলের ওপর নির্ভর করছে, সিরিজে তাঁদের ভবিষ্যৎ। অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের সবার নেগেটিভ এসেছে। হোটেলে রুম কোয়ারেন্টিন শেষে আগামীকাল আফগান যুবাদের মাঠের অনুশীলনে ফেরার কথা।
রাজনৈতিক পালাবদলে আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে চলে এসেছে। কাবুল থেকে বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় প্রথমে স্থগিত হয়েছিল আফগান যুবাদের বাংলাদেশ সফর। পরে কাবুল থেকে সড়কপথে পাকিস্তান, এরপর উড়োজাহাজে কাতার হয়ে গত শনিবার ঢাকায় পা রাখেন রশিদ খানদের ‘জুনিয়ররা’। বাংলাদেশে এসেই তাঁরা চলে যান সিলেটে। সেখানে টিম হোটেলে রুম কোয়ারেন্টিন করছেন তিন দিন।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে আফগান যুবাদের সিরিজ শুরু হবে শুক্রবার। এই সফরে আফগানরা পাঁচটি একদিনের ও একটি চার দিনের ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের জন্য গত সপ্তাহ দুয়েক ধরেই সিলেটে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বহু কাঠখড় পুড়িয়ে তিন দিন আগে বাংলাদেশে পৌঁছার পরও শান্তিতে নেই আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল! আজ এই দলের তিনজনের করোনা পজিটিভ এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে সিলেটে রুম কোয়ারেন্টিনে আছেন আফগান যুবারা।
বিসিবির ওই সূত্র জানিয়েছে, গতকাল প্রথম পরীক্ষায় আফগান দলের সবার করোনা নেগেটিভ আসে। তবে দ্বিতীয় পরীক্ষায় তিনজনের করোনা পজিটিভ ধরা পড়ে। ‘ফলস পজিটিভ’ কি না সেটি নিশ্চিতে তাঁদের তৃতীয় দফায় করোনা পরীক্ষা করা হয়েছে। আজকের ফলের ওপর নির্ভর করছে, সিরিজে তাঁদের ভবিষ্যৎ। অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের সবার নেগেটিভ এসেছে। হোটেলে রুম কোয়ারেন্টিন শেষে আগামীকাল আফগান যুবাদের মাঠের অনুশীলনে ফেরার কথা।
রাজনৈতিক পালাবদলে আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে চলে এসেছে। কাবুল থেকে বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় প্রথমে স্থগিত হয়েছিল আফগান যুবাদের বাংলাদেশ সফর। পরে কাবুল থেকে সড়কপথে পাকিস্তান, এরপর উড়োজাহাজে কাতার হয়ে গত শনিবার ঢাকায় পা রাখেন রশিদ খানদের ‘জুনিয়ররা’। বাংলাদেশে এসেই তাঁরা চলে যান সিলেটে। সেখানে টিম হোটেলে রুম কোয়ারেন্টিন করছেন তিন দিন।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে আফগান যুবাদের সিরিজ শুরু হবে শুক্রবার। এই সফরে আফগানরা পাঁচটি একদিনের ও একটি চার দিনের ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের জন্য গত সপ্তাহ দুয়েক ধরেই সিলেটে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দেড় বছর পর ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। আবারও যখন হলুদ জার্সিতে মাঠে নামার অপেক্ষা ফুরাবে, তার আগ মুহূর্তে সেই নতুন করে পুরোনো দুঃসংবাদ দিলেন এই তারকা ফুটবলার। ঊরুর চোটে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে ছিটকে গেছেন তিনি।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কঠিন ম্যাচে আজ মিরপুরে মাঠে নামছে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ। সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। দারুণ ছন্দে রয়েছেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। আগের দুই ম্যাচে করেছেন টানা সেঞ্চুরি। খেলা দেখাবে টি স্পোর্টস।
২ ঘণ্টা আগেবিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়ে কিছুটা বিস্মিত নাসুম আহমেদ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি। তবে তিনি জাতীয় কিংবা ঘরোয়া—কোথাও দলের ‘দ্বিতীয় অপশন’ হতে চান না। সব দলেই একাদশে নিয়মিত জায়গা...
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে সব আলোচনা এখন হামজা চৌধুরীকে ঘিরে। যদিও এখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপাননি, তবু কারও কারও চোখে তিনি ইতিমধ্যে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সুপারস্টার। এতে বোঝা যাচ্ছে, বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী হামজাকে নিয়ে স্বপ্নটা আকাশছোঁয়া।
৩ ঘণ্টা আগে