র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠা পাকিস্তান বার্তা দিয়েছে আইসিসিকে, বলছেন রশিদ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৬ মে ২০২৩, ১৪: ০০
Thumbnail image

সাদা বলের ক্রিকেটে গত কয়েক বছর ধরে দুর্দান্ত খেলছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দাপট দেখিয়ে খেলছে তারা। পুরস্কার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বাবর আজমের দল। তাতে আইসিসিকে পাকিস্তান বার্তা দিয়েছে বলে মনে করেন রশিদ লতিফ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ পাকিস্তান নিশ্চিত করে ফেলেছে আগেভাগেই। গতকাল করাচিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় এ দুই দল। বাবরের রেকর্ড গড়া ইনিংসে পাকিস্তান ১০২ রানে হারিয়েছে কিউইদের। ব্ল্যাকক্যাপসদের ধবলধোলাই থেকে এক পা দূরে থাকা পাকিস্তান উঠে গেছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। রেটিংয়ে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়াকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বাবরের দল। অস্ট্রেলিয়ার রেটিং ১১৩.২৮৬ আর পাকিস্তানের রেটিং ১১৩.৪৮৩।

পাকিস্তানের এমন পারফরম্যান্স আইসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) জন্য বার্তা মনে করেন রশিদ। আকারে-ইঙ্গিতে ২০২৩ এশিয়া কাপ ইস্যুতে দীর্ঘদিন চলা ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কথাই হয়তো তিনি বলেছেন। বাবরদের অভিনন্দন জানিয়ে পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার টুইট করেন, ‘ঠিক সময়ে পাকিস্তান ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকা বাবর, ফখর, ইমাম, শাহিন, শাদাবদের কারণেই সম্ভব হয়েছে। এসিসি, আইসিসি এবং তাদের স্পন্সররা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করবে। পাকিস্তান হচ্ছে একটা শক্তি। তারা আবারও তা প্রমাণ করেছে। অভিনন্দন ছেলেরা।’

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের লেগ স্পিনিং এই অলরাউন্ডার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘১০২ রানে জয় এবং র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর হওয়া সত্যিই অসাধারণ। ৫০০০ রান এবং আবারও সেঞ্চুরি করায় বাবর আজমকে অভিনন্দন। আগা সালমান, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররাও দারুণ খেলছে। আসন্ন বিশ্বকাপে তোমরা আমাদের আশা বাড়িয়ে দিয়েছ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত