বৃষ্টিতে বৃষ্টিতে শেষ দ্বিতীয় ওয়ানডে 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৫: ১৩
Thumbnail image

বেরসিক বৃষ্টি যেন নিউজিল্যান্ড-ভারত সিরিজের নিত্যসঙ্গী। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও চলছে বৃষ্টির খেলা। হ্যামিলটনের সেডন পার্কে আজ দ্বিতীয় ওয়ানডেতে দফায় দফায় হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচটি হলো পরিত্যক্ত।

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ৪.৫ ওভারে বিনা উইকেটে ভারত করে ২২ রান। এরপরই চলে আসে বৃষ্টি। বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কয়েক ঘণ্টা। খেলা যখন আবার শুরু হয়, তখন ২৯ ওভারে নিয়ে আসা হয় ম্যাচ। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পরপরই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। ষষ্ঠ ওভারের প্রথম বলে ধাওয়ানের উইকেট তুলে নেন ম্যাট হেনরি।

ধাওয়ানের বিদায়ের পর উইকেটে এসেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন সূর্যকুমার যাদব। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করেন ভারতীয় এই ব্যাটার। তার ঝোড়ো ব্যাটিংয়ে ভারতও দারুণ এগোচ্ছিল। ১২.৫ ওভারে ১ উইকেটে সফরকারীরা করেছিল ৮৯ রান। তবে তাতে বাদ সাধে বৃষ্টি। বৃষ্টি এতই বেশি হচ্ছিল যে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ৪২ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন শুভমন গিল। আর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে কিউইরাই।

গত শুক্রবার অকল্যান্ডে হয়েছিল নিউজিল্যান্ড-ভারত প্রথম ওয়ানডে। টসে হেরে আগে ব্যাটিং পাওয়া ভারত করেছিল ৭ উইকেটে ৩০৬ রান। জবাবে উইলিয়ামসন-টম ল্যাথামের ২২১ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৭ উইকেটের বিশাল জয় পায় নিউজিল্যান্ড। ম্যাচ-সেরা হয়েছিলেন ল্যাথাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত