বাংলাদেশের মাঠে সাকিবের চেয়ে তাইজুলই ‘সেরা’ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৭: ৪১
Thumbnail image

দক্ষিণ আফ্রিকার ১৩ উইকেটের মধ্যে ৮ উইকেটই তাইজুল ইসলামের। বোঝাই যাচ্ছে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে তাইজুলকে সামলাতে প্রোটিয়া ব্যাটারদের কতটা বেগ পেতে হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে এই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন। সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ উইকেট এখন তাইজুলের। ঘরের মাঠে এখন পর্যন্ত তাইজুলের উইকেট ১৬৫। বাংলাদেশের মাঠে তিনি খেলেছেন ৩৪ টেস্ট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১০ বার। দুইবার ম্যাচে নেন ১০ উইকেট। এই তালিকায় দুইয়ে থাকা সাকিবের উইকেট ১৬৩। ঘরের মাঠে তিনি খেলেছেন ৪৫ টেস্ট। বোলিং গড়েও সাকিবের চেয়ে এগিয়ে তাইজুল। ঘরের মাঠে তাইজুল বোলিং করেছেন ২৭.৯৩ গড়ে। সাকিবের বোলিং গড় ৩০.৯২।

মিরপুরে আজ চতুর্থ দিনে শেষ হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ২১ অক্টোবর টেস্টের শুরুর দিনই তাইজুল চেপে বসেছিলেন দক্ষিণ আফ্রিকার ওপর। পড়ন্ত বিকেলে প্রোটিয়ারা যে ৬ উইকেট নিয়েছিলেন, প্রথম পাঁচটিই তাইজুলের। তাতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।বাংলাদেশিদের মধ্যেও এই মাইলফলকে দ্রুততম ৩২ বছর বয়সী বাঁহাতি স্পিনার। ২০০ উইকেট নিতে তাঁর লেগেছে ৪৮ টেস্ট। এখানেও পেছনে পড়ে গেছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ২০০ উইকেট নিতে লেগেছিল ৫৪ টেস্ট।

দ্বিতীয় ইনিংসেও তাইজুল তাঁর সেরাটা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা এখানে যে ৩ উইকেট হারিয়েছে, তিনটিই তাঁর। এইডেন মার্করামকে বিষাক্ত আর্ম ডেলিভারিতে বোল্ড করেন তাইজুল। টনি দে জর্জি, ডেভিড বেডিংহাম-দক্ষিণ আফ্রিকার এই দুই ব্যাটারকে নিজের ঘূর্ণিজালে দারুণভাবে ফাঁসান তাইজুল। ৪৮ টেস্টের ক্যারিয়ারে নিয়েছেন ২০৪ উইকেট।

তাইজুল যেদিন টেস্টে দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন, সেদিনই তাঁকে (তাইজুল) নিয়ে ফেসবুকে পোস্ট করেন তামিম ইকবাল। তাইজুলকে নিয়ে আক্ষেপের সুরেই তামিম লিখেছিলেন, তাইজুলকে নিয়ে তাই আক্ষেপ ঝরেছে তামিমের কণ্ঠে, ‘দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সব সময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে দিনের পর দিন, বছরের পর বছর।’ বাংলাদেশ অধিনায়ক শান্তও সেদিন প্রশংসায় ভাসিয়েছিলেন তাইজুলকে।

টেস্টে বাংলাদেশের মাঠে সর্বোচ্চ উইকেটশিকারি ৫ বোলার 

                                   উইকেট
তাইজুল ইসলাম                  ১৬৫
সাকিব আল হাসান              ১৬৩
মেহেদী হাসান মিরাজ           ১০৪
মোহাম্মদ রফিক                 ৬৬
মাশরাফি বিন মর্তুজা            ৫১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত