ক্রীড়া ডেস্ক
সাধারণত কোনো টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের জ্যোতিষবিদ্যার চর্চা করেন ক্রিকেট বিশ্লেষক কিংবা সাবেক ক্রিকেটাররা। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। বীরেন্দর শেবাগ, ওয়াসিম আকরাম ও এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিরা নিজেদের ভবিষ্যদ্বাণী টুর্নামেন্ট শুরুর আগেই দিয়েছেন।
কিন্তু এ জায়গায় শচীন টেন্ডুলকার ব্যতিক্রম। টুর্নামেন্ট শুরুর পর নিজের ভবিষ্যদ্বাণী দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরির মালিক। সেমিফাইনালে কোনো চার দল যেতে পারে, তা নিয়ে নিজের মত দিয়েছেন তিনি। তাঁর তালিকায় জায়গা পেয়েছে গতকাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে উড়ে যাওয়া ইংল্যান্ডও। তবে ‘লিটল মাস্টারের’ শেষ চারে জায়গা হয়নি বেশির ভাগ কিংবদন্তির তালিকায় থাকা পাকিস্তানের।
ভারতের হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছেন শচীন। সেবারই শেষ ওয়ানডে বিশ্বকাপ জয় ভারতেরও। এরপর শুধুই হতাশা সঙ্গী হয়েছে তাঁর দেশের। ঘরের মাঠে এবার বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার রোহিত শর্মার দল। নিজেও দেশকে এগিয়ে রাখলেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক।
শচীন বলেছেন, ‘নিঃসন্দেহে প্রথম পছন্দ ভারত। আমাদের খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ একটা দল আছে। এরপর আমি অস্ট্রেলিয়াকে বেছে নেব। আমার মনে হয় তারাও খুবই ভারসাম্যপূর্ণ দল। তৃতীয় দল হচ্ছে ইংল্যান্ড। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে তারা এবারও শক্তিশালী দল। আর চতুর্থ নিউজিল্যান্ড। তারা ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ফাইনালে খেলেছে। আপনারা যদি তাদের রেকর্ড দেখেন, তাহলে দেখবেন বিশ্বচ্যাম্পিয়নশিপে তারা সব সময় ভালো করেছে। আমি তাদের সেমিতে দেখছি।’
এবারের বিশ্বকাপে শুরুটাও দুর্দান্ত হয়েছে নিউজিল্যান্ডের। উদ্বোধনী ম্যাচে সর্বশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। গতকাল আহমেদাবাদে যেভাবে জয় পেয়েছে, তাতে মনে হয় লর্ডসের ফাইনালে হারার প্রতিশোধই নিয়েছে তারা। ২৮৩ রানের লক্ষ্য যে ৮২ বল হাতে রেখে জিতেছে। ম্যাচে কিউইদের হয়ে জোড়া সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।
সাধারণত কোনো টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের জ্যোতিষবিদ্যার চর্চা করেন ক্রিকেট বিশ্লেষক কিংবা সাবেক ক্রিকেটাররা। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। বীরেন্দর শেবাগ, ওয়াসিম আকরাম ও এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিরা নিজেদের ভবিষ্যদ্বাণী টুর্নামেন্ট শুরুর আগেই দিয়েছেন।
কিন্তু এ জায়গায় শচীন টেন্ডুলকার ব্যতিক্রম। টুর্নামেন্ট শুরুর পর নিজের ভবিষ্যদ্বাণী দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরির মালিক। সেমিফাইনালে কোনো চার দল যেতে পারে, তা নিয়ে নিজের মত দিয়েছেন তিনি। তাঁর তালিকায় জায়গা পেয়েছে গতকাল উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে উড়ে যাওয়া ইংল্যান্ডও। তবে ‘লিটল মাস্টারের’ শেষ চারে জায়গা হয়নি বেশির ভাগ কিংবদন্তির তালিকায় থাকা পাকিস্তানের।
ভারতের হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছেন শচীন। সেবারই শেষ ওয়ানডে বিশ্বকাপ জয় ভারতেরও। এরপর শুধুই হতাশা সঙ্গী হয়েছে তাঁর দেশের। ঘরের মাঠে এবার বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার রোহিত শর্মার দল। নিজেও দেশকে এগিয়ে রাখলেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক।
শচীন বলেছেন, ‘নিঃসন্দেহে প্রথম পছন্দ ভারত। আমাদের খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ একটা দল আছে। এরপর আমি অস্ট্রেলিয়াকে বেছে নেব। আমার মনে হয় তারাও খুবই ভারসাম্যপূর্ণ দল। তৃতীয় দল হচ্ছে ইংল্যান্ড। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে তারা এবারও শক্তিশালী দল। আর চতুর্থ নিউজিল্যান্ড। তারা ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ফাইনালে খেলেছে। আপনারা যদি তাদের রেকর্ড দেখেন, তাহলে দেখবেন বিশ্বচ্যাম্পিয়নশিপে তারা সব সময় ভালো করেছে। আমি তাদের সেমিতে দেখছি।’
এবারের বিশ্বকাপে শুরুটাও দুর্দান্ত হয়েছে নিউজিল্যান্ডের। উদ্বোধনী ম্যাচে সর্বশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। গতকাল আহমেদাবাদে যেভাবে জয় পেয়েছে, তাতে মনে হয় লর্ডসের ফাইনালে হারার প্রতিশোধই নিয়েছে তারা। ২৮৩ রানের লক্ষ্য যে ৮২ বল হাতে রেখে জিতেছে। ম্যাচে কিউইদের হয়ে জোড়া সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৩ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৫ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে