কিংয়ের সেঞ্চুরিতে উইন্ডিজের সান্ত্বনার জয় 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ২০: ৩৫

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট আগেই হাতছাড়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। উইন্ডিজের কাছে এখন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার।  ব্র্যান্ডন কিংয়ের সেঞ্চুরিতে আজ ওমানকে ৭ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেল ক্যারিবীয়রা।

হারারে স্পোর্টস ক্লাবে আজ সুপার সিক্সে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল ওমান।২২২ এর লক্ষ্যে ৭ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় উইন্ডিজের। দ্বিতীয় ওভারের শেষ বলে জনসন চার্লসকে বোল্ড করেন কলিমউল্লাহ। ৬ বলে ৪ রান করেন চার্লস। চার্লসের বিদায়ের পর উইকেটে আসেন কিসি কার্টি। দ্বিতীয় উইকেটে ব্র্যান্ডন কিং ও কার্টি ৮৯ বলে ৮০ রানের জুটি গড়েন। ৪৯ বলে ২৯ রান করা কার্টি রান আউটে কাটা পড়লে ভেঙে যায় এই জুটি।

চার্লস, কার্টি বিদায়ের পরও স্বভাবসুলভ খেলা খেলতে থাকেন কিং। ১০৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন কিং। সেঞ্চুরির পরের বলেই আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার। তৃতীয় উইকেটে ১০৬ বলে ৯৬ রানের জুটি গড়েছিলেন শাই হোপ ও কিং। এরপর চতুর্থ উইকেটে ৩০ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন হোপ ও নিকোলাস পুরান। ৬২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজরা। ১০৪ বলে ১০০ রান করে ম্যাচসেরা হয়েছেন কিং।

টস হেরে আজ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রান করে ওমান। ওমানের দুই ব্যাটার ফিফটি করেছেন। সুরজ কুমার ৬৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। আর ৫৪ বলে ৫০ রান করেন শোয়েব খান। উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। কাইল মায়ার্স নিয়েছেন ২ উইকেট ও ১ উইকেট নিয়েছেন কেভিন সিংক্লেয়ার। রান আউট হয়েছে ৩ টি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত