হঠাৎ মোস্তাফিজের জন্য চেন্নাইয়ের বিশেষ পোস্ট

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ২২: ৫১
আপডেট : ১৭ মে ২০২৪, ০০: ৩০

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে গত রাতেই উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মূল ১৫ সদস্যের দলের সঙ্গে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে নিয়ে আজ চেন্নাই সুপার কিংস বিশেষ এক পোস্ট দিয়েছে। 

মিরপুর শেরেবাংলায় গত রাতে উড়াল দেওয়ার আগে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফটোসেশন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের সঙ্গে কোট-টাই পরে ছবি তোলেন মোস্তাফিজ। বিসিবির লোগোসহ কোট পরিহিত ফিজের ছবি আজ চেন্নাই নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘মিশন কাটার্স। ভালো মতো সুইং করো। ফিজ তোমায় শুভকামনা।’ প্রথম বাক্যের পরে চেন্নাই দিয়েছে বজ্রপাতের ইমোজি। সিংহ ও আগুনের ইমোজি ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বাক্যের পর। বাক্যটা চেন্নাই শেষ করেছে লাভ ইমোজি দিয়ে। 

এবারের আইপিএলে মোস্তাফিজের সঙ্গে ধোনিকে কথা বলতে দেখা গেছে প্রায়ই। ছবি: চেন্নাই সুপার কিংস২০২৪ আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে তিনি খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ  ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷  ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার। 

মোস্তাফিজের এমন কোট পরা ছবি দিয়েই শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই। ছবি: চেন্নাই সুপার কিংসচেন্নাইতে খেলার সুবাদে মহেন্দ্র সিং ধোনির মতো মহীরূহের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে মোস্তাফিজ। ধোনিকে নিয়ে আজকের পত্রিকাকে মোস্তাফিজ বলেছিলেন, সাহচর্য নিয়ে। ‘ধোনি মানুষটা অনেক ভালো। যে সময় প্রয়োজন, তখন কথা বলেন। যখন প্রয়োজন হয় না, বলেন না। অনেক সময় বাংলায় বলি, ভাই উত্তর দেন হিন্দিতে’—খোশগল্পের ফাঁকে ফিজের কাছে এভাবেই চিত্রায়িত হন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত