জোড়া উইকেট নিলেন হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১১: ৩৪
Thumbnail image

১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান করেন ১০১ রানের জুটি। আর বাবরকে আউট করে এই উদ্বোধনী জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। বাবরের পর আরো একটি উইকেট পেয়েছেন হাসান। তাতে কিছুটা হলেও ম্যাচে ফিরেছে বাংলাদেশ। 

ইনিংসের ১৩তম ওভার বোলিং করতে আসেন হাসান। ওভারের তৃতীয় বলে ফিফটি পেরোনো বাবরকে ফিরিয়ে দিয়েছেন তিনি। ডিপ কাভারে ক্যাচ ধরেছেন বদলি ফিল্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দুই বল পর রানের খাতা খোলার আগেই হায়দার আলিকে বোল্ড করেন হাসান। এই ওভারে মাত্র দুই রান খরচ করেন বাংলাদেশের এই পেসার। 

এ খবর পাওয়া পর্যন্ত ১৪.২ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১১৪ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত