পাকিস্তানের ক্রিকেটে প্রতিভার অভাব নেই। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান-ফখর জামানদের মতো ব্যাটারকে টপকে দেশটির জাতীয় দলে জায়গা পাওয়া কত কঠিন সেটি বলে না দিলেও চলে।
উসমান খানের কথায় ধরুন। আগামী মে মাসে এই করাচিতে জন্ম ব্যাটারের বয়স হয়ে ২৯। কিন্তু এখনো পাকিস্তানের সবুজ জার্সিটা গায়ে পরা হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি অবশ্য খুব বেশি ম্যাচও খেলেননি। তবে এই উসমানই নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় উসমান ছুঁয়ে ফেলেছেন কামরান আকমলকে। দুজনের সেঞ্চুরি সমান ৩টি। তবে এই তিন সেঞ্চুরি পেতে উসমানের লেগেছে ১৪ ইনিংস আর কামরামনের ৭৪। তবে ব্যাটিং গড় ও স্ট্রাইক রেটে কামরানের চেয়ে এগিয়ে উসমান। তাঁর ব্যাটিং গড়—৫২.৭৫ ও স্ট্রাইক রেট—১৬৭.৪৬। পুরো পিএসএল ক্যারিয়ার (২০১৬-২২) পেশোয়ার জালমির হয়ে খেলা কামরানের ব্যাটিং গড়—২৭.৩৮ ও স্ট্রাইক রেট—১৩৬.৯৪।
উসমান সেঞ্চুরির এই কীর্তি গড়েছেন আজ। রাওয়ালপিন্ডিতে মুলতান সুলতানের এই ব্যাটার তিনে নেমে ৫০ বলে ১৫ চার ৩ ছয়ে খেলেছেন অপরাজিত ১০০ রানের ঝোড়ো ইনিংস। স্ট্রাইক রেট—২০০.০০! এর আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন উসমান। করাচি কিংসের বিপক্ষে করাচিতেই মুলতানকে জেতানো ম্যাচে ৫৯ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচসেরা। এবারের পিএসএলে উসমানের শেষ ইনিংস হলো এমন—১০০ *,১০৬* ও ৯৬।
তবে আজ উসমানের এমন দুর্দান্ত ইনিংস সত্ত্বেও জিততে পারেনি মুলতান। রোমাঞ্চকর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে হেরেছে ৩ উইকেটে। উসমানের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় মুলতান। জবাবে ৭ উইকেটে ২৩২ রান করে ইসলামাবাদ। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। শেষ দুই বলে ১০ রান নিয়ে সেই সমীকরণ মিলিয়ে ইসলামাবাদকে জয় এনে দেন ইমাদ ওয়াসিম।
পিএসএলে বেশি সেঞ্চুরি
সেঞ্চুরিইনিংসমেয়াদ
উসমান খান (মুলতান/কোয়েটা) ৩ ১৪ ২০২১-২৪
কামরান আকমল (পেশোয়ার) ৩ ৭৪ ২০১৬-২২
জেসন রয় (লাহোর/কোয়েটা) ২ ৩৫ ২০১৭-২৪
শারজিল খান (ইসলামাবাদ/করাচি) ২ ৪৮ ২০১৬-২৩
রাইলি রুশো (মুলতান/কোয়েটা) ২ ৭৭ ২০১৭-২৪