ক্রীড়া ডেস্ক
শরীফুল ইসলামের বলটা লং অন দিয়ে উড়িয়ে মারলেন আজমতউল্লাহ ওমরজাই। শারজার গ্যালারিতে বল আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই ওমরজাইয়ের গর্জন। হওয়ার কারণও তো আছে। এই ছক্কায় ম্যাচ তো আফগানিস্তান জিতলই, একই সঙ্গে সিরিজটাও বাংলাদেশের থেকে নিয়ে গেল আফগানরা।
যে ওমরজাইয়ের ব্যাটে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জিতল, সেই আফগান ক্রিকেটারের কাছে বাংলাদেশ খুবই ‘প্রিয়’ প্রতিপক্ষ। কারণ, বাংলাদেশ ম্যাচ মানেই যে তাঁর ঝুলিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ম্যান অব দ্য ম্যাচের দুটিই আফগান অলরাউন্ডার পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে, যাঁর সবশেষ পুরস্কার এসেছে শারজায় গত রাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণেই একটি করে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন আফগান এই অলরাউন্ডার।
প্রয়োজনের সময় কীভাবে জ্বলে উঠতে হয়, সেটাই ওমরজাই দেখিয়েছেন গত রাতে, যেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই তিনি আউট হয়েছিলেন শূন্য রানে। শারজায় গত রাতে ‘ফাইনালে’ পরিণত হওয়া তৃতীয় ওয়ানডে ম্যাচে বিপদে পড়া আফগানিস্তানের হাল ধরেছেন। ২৪৫ রান তাড়া করতে নেমে আফগানদের স্কোর যখন ২০.১ ওভারে ৩ উইকেটে ৮৪ রান, তখন ব্যাটিংয়ে নামেন ওমরজাই। চতুর্থ উইকেটে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ওমরজাই করেন ১১১ বলে ১০০ রানের জুটি। গুরবাজের বিদায়ের পর ওভারপ্রতি প্রয়োজনীয় রান তোলার সমীকরণটা বেড়ে গেলেও ওমরজাই সেটা বুঝতে দেননি। পাঁচ নম্বরে নেমে ৭৭ বলে ৭০ রানের ইনিংস খেলে ওমরজাই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৩ চার ও ৫ ছক্কা মেরেছেন।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় ওমরজাই কৃতিত্ব দিয়েছেন গুরবাজকেও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওমরজাই বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই। দুই ম্যাচ খারাপ খেলার পর এটা (তৃতীয় ওয়ানডে) আমার জন্য কঠিন ছিল। আমি ইতিবাচক ছিলাম এবং শট করতে চেয়েছিলাম। গুরবাজ থাকায় আত্মবিশ্বাসী ছিলাম। যদি কয়েকটা বল মিসও করি, আমি কোনো চিন্তা করিনি। কারণ সে (গুরবাজ) সেটা যেকোনো সময় পুষিয়ে নিতে পারবে।’
৭২ রানে ৪ উইকেট পড়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ১৮৮ বলে ১৪৫ রানের জুটিতে। ৪৬তম ওভারের শেষ বলে মিরাজকে ফিরিয়ে জুটি ভাঙেন ওমরজাই। মিরাজের পর জাকের আলী অনিক, নাসুম আহমেদকেও ঝড় তোলার আগে ফিরিয়েছেন ওমরজাই। আফগান এই অলরাউন্ডার ৭ ওভারে ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ক্যারিয়ারের ৩৩তম ওয়ানডেতে এসে এই সংস্করণে প্রথম ম্যাচ-সেরা হওয়ার পর ওমরজাই বলেন, ‘আমার কাছে এটা কঠিন ছিল। কারণ, আমি শেষের দিকে কয়েকটা ওভারে কখনো বোলিংয়ে আসিনি। এই পুরস্কার জেতাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। তাতে সত্যিই অনেক খুশি আমি।’
শারজার আগে মিরপুরে ২০২২ সালের ৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন ওমরজাই। সেবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব-বাংলাদেশের এই তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছিলেন ওমরজাই। সেই ম্যাচ আফগানিস্তান ৮ উইকেটে জেতায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।
শরীফুল ইসলামের বলটা লং অন দিয়ে উড়িয়ে মারলেন আজমতউল্লাহ ওমরজাই। শারজার গ্যালারিতে বল আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই ওমরজাইয়ের গর্জন। হওয়ার কারণও তো আছে। এই ছক্কায় ম্যাচ তো আফগানিস্তান জিতলই, একই সঙ্গে সিরিজটাও বাংলাদেশের থেকে নিয়ে গেল আফগানরা।
যে ওমরজাইয়ের ব্যাটে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জিতল, সেই আফগান ক্রিকেটারের কাছে বাংলাদেশ খুবই ‘প্রিয়’ প্রতিপক্ষ। কারণ, বাংলাদেশ ম্যাচ মানেই যে তাঁর ঝুলিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ম্যান অব দ্য ম্যাচের দুটিই আফগান অলরাউন্ডার পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে, যাঁর সবশেষ পুরস্কার এসেছে শারজায় গত রাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণেই একটি করে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন আফগান এই অলরাউন্ডার।
প্রয়োজনের সময় কীভাবে জ্বলে উঠতে হয়, সেটাই ওমরজাই দেখিয়েছেন গত রাতে, যেখানে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই তিনি আউট হয়েছিলেন শূন্য রানে। শারজায় গত রাতে ‘ফাইনালে’ পরিণত হওয়া তৃতীয় ওয়ানডে ম্যাচে বিপদে পড়া আফগানিস্তানের হাল ধরেছেন। ২৪৫ রান তাড়া করতে নেমে আফগানদের স্কোর যখন ২০.১ ওভারে ৩ উইকেটে ৮৪ রান, তখন ব্যাটিংয়ে নামেন ওমরজাই। চতুর্থ উইকেটে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ওমরজাই করেন ১১১ বলে ১০০ রানের জুটি। গুরবাজের বিদায়ের পর ওভারপ্রতি প্রয়োজনীয় রান তোলার সমীকরণটা বেড়ে গেলেও ওমরজাই সেটা বুঝতে দেননি। পাঁচ নম্বরে নেমে ৭৭ বলে ৭০ রানের ইনিংস খেলে ওমরজাই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৩ চার ও ৫ ছক্কা মেরেছেন।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় ওমরজাই কৃতিত্ব দিয়েছেন গুরবাজকেও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওমরজাই বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই। দুই ম্যাচ খারাপ খেলার পর এটা (তৃতীয় ওয়ানডে) আমার জন্য কঠিন ছিল। আমি ইতিবাচক ছিলাম এবং শট করতে চেয়েছিলাম। গুরবাজ থাকায় আত্মবিশ্বাসী ছিলাম। যদি কয়েকটা বল মিসও করি, আমি কোনো চিন্তা করিনি। কারণ সে (গুরবাজ) সেটা যেকোনো সময় পুষিয়ে নিতে পারবে।’
৭২ রানে ৪ উইকেট পড়ার পর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ১৮৮ বলে ১৪৫ রানের জুটিতে। ৪৬তম ওভারের শেষ বলে মিরাজকে ফিরিয়ে জুটি ভাঙেন ওমরজাই। মিরাজের পর জাকের আলী অনিক, নাসুম আহমেদকেও ঝড় তোলার আগে ফিরিয়েছেন ওমরজাই। আফগান এই অলরাউন্ডার ৭ ওভারে ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ক্যারিয়ারের ৩৩তম ওয়ানডেতে এসে এই সংস্করণে প্রথম ম্যাচ-সেরা হওয়ার পর ওমরজাই বলেন, ‘আমার কাছে এটা কঠিন ছিল। কারণ, আমি শেষের দিকে কয়েকটা ওভারে কখনো বোলিংয়ে আসিনি। এই পুরস্কার জেতাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। তাতে সত্যিই অনেক খুশি আমি।’
শারজার আগে মিরপুরে ২০২২ সালের ৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন ওমরজাই। সেবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব-বাংলাদেশের এই তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছিলেন ওমরজাই। সেই ম্যাচ আফগানিস্তান ৮ উইকেটে জেতায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।
এক বছর না যেতেই শুরু হচ্ছে যুব এশিয়া কাপ। এবারও টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।
১১ মিনিট আগেআপত্তিকর আচরণের শাস্তি পেলেন আকবর আলী। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পরে দুই ম্যাচ খেলতে পারবেন না ২০২০ যুব বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, পাকিস্তান ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, ফখর জামান
৩ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয় দলের কোচিং সেটাপে মোহাম্মদ সালাহউদ্দিন এলেন প্রায় ১৫ বছর পর। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর এলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই কোচিং করাচ্ছেন সালাহউদ্দিন। এছাড়াও কোনো ক্রিকেটার ব্যাটিং টেকনিক নিয়ে সমস্যায় পড়লে তাঁকে নির্দ্বিধায় সাহায্য করেন সালাহউদ্দিন...
৪ ঘণ্টা আগে