আফগানিস্তান সিরিজেও তাহলে নেই সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৩: ২৩
সাকিব আল হাসান খেলছেন না পরের সিরিজেও। ছবি: ফাইল ছবি

ইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্টের লাঞ্চ বিরতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মিরপুরে টেস্ট খেলার জন্য সাকিবকে নিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটি সম্ভব হয়নি। আমাদের পক্ষে বিষয়টি সহজ ছিল না, তবে আমরা সবকিছু স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছি। সাকিবের এখন যে মানসিক অবস্থা এবং ক্রিকেটে ফিরতে সে নিজেই একটু সময় চেয়েছে।’

বিসিবি সভাপতির কথায় আরও জানা যায়, সাকিব এখন কিছুটা বিশ্রাম নিয়ে টি–টেন লিগ খেলে নিজের ফিটনেস ও ফর্ম যাচাই করতে চান। যদিও বিসিবি এখনো অনাপত্তিপত্র দেয়নি তাঁকে ৷ তবে সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর ও চ্যাম্পিয়নস ট্রফি ভাবনায় রেখে আফগানিস্তান সিরিজে সাকিবকে পাওয়া যাচ্ছে না ৷ ফারুক আহমেদ বলেন, ‘সাকিব যদি সেখান থেকে নিজেকে প্রস্তুত মনে করেন, তবে আগামী সিরিজগুলোয় তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত আফগানিস্তান সিরিজে তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। মনে হচ্ছে এই সফরটা সে মিস করবে।’

শারজায় আফগানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা ৩ নভেম্বর, সিরিজ শুরু ৬ নভেম্বর ৷ দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর, শেষটি ১১ নভেম্বর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত