নিজস্ব প্রতিবেদক
ঢাকা: টেস্ট সিরিজের আগে শ্রীলঙ্কান কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশের। নিজেদের মধ্যে ভাগ হয়ে ঝালিয়ে নিতে হচ্ছে তামিমদের। কাল শুরু দুই দিনের প্রস্তুতি ম্যাচে হেসেছে মুশফিকুর রহিমের ব্যাট, করেছেন ৬৬ রান।
প্রস্তুতি ম্যাচে যেখানে শেষ করবেন, সেখান থেকেই হয়তো লঙ্কানদের বিপক্ষে শুরু করতে চাইবেন মুশফিক। তিনি যে শ্রীলঙ্কাকে হারাতে চান! নিউজিল্যান্ড সফরে একেবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ দল। সময়টা বাজে গেছে মুশফিকেরও। তিন ওয়ানডের কোনোটিতেই বড় ইনিংসের দেখা পাননি। উইকেটের পেছনে দাঁড়িয়ে ফেলেছেন ‘সহজ’ ক্যাচ। চারপাশ থেকে ভেসে এসেছে নানা সমালোচনা। সমালোচনার জবাব দিতে মুশফিক হয়তো বেছে নিতে চাইবেন এই সিরিজ।
শ্রীলঙ্কার মাঠে সেটি মুশফিক করতে পারেন, অতীত পরিসংখ্যানই বলে দিচ্ছে। প্রতিপক্ষ হিসেবে লঙ্কানদের ঘরের মাঠে পেলে বারবারই জ্বলে উঠেছেন তিনি। ইতিহাসের ছাত্র মুশফিক দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করে ইতিহাস করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষেই। আরও যে ৫ টেস্ট খেলেছেন, ভালো করেছেন প্রতিটিতেই। শ্রীলঙ্কায় ৬ টেস্টে ৬০.১১ গড়ে করেছেন ৫৪১ রান। যেখানে তাঁর ক্যারিয়ার গড়–৩৬.৫৮।
কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও দিলশানের অবসরের পর কিছুটা দুঃসময়ের মধ্যে যাওয়া শ্রীলঙ্কা এখনো স্বরূপে ফিরতে পারেনি। তবে এই তারকাত্রয়ী যত দিন খেলেছেন যথেষ্ট ভুগিয়েছেন মুশিদের। বিশেষ করে দুই বন্ধু সাঙ্গা–মাহেলা। বাংলাদেশের বোলিং ‘নিম্নমানে’ পরিণত করেছেন সব সময়। দুজনের দুর্দান্ত ব্যাটিং ঘণ্টার পর ঘণ্টা মুশফিককে দেখতে হয়েছে উইকেটকিপার হিসেবে! মাঠের সেই পুরোনো ‘ক্ষোভ’ তো আছেই, ২০১৮ নিদহাস ট্রফিতে খেলতে গিয়ে লঙ্কান দর্শকদের বিরূপ আচরণের শিকার হয়েছিলেন মুশফিকরা। সেই থেকে লঙ্কানদের হারানোর তাড়নাটা ভেতরে ভেতরে সব সময় পুষে রাখেন মুশি। একাধিক সাক্ষাৎকারে তিনি অকপটে বলেছেন, ‘এখন সুযোগ পেলে চেষ্টা করি ওদের (শ্রীলঙ্কা) হারাতে। চেষ্টা করি ওদের বার্তা দিতে যে দেখো, তোমরা আমাদের যেভাবে ভুগিয়েছ, আজ সেভাবে তোমাদের ভোগাচ্ছি।’
বাংলাদেশ শ্রীলঙ্কার মাঠে সর্বশেষ যে টেস্ট খেলেছিল সেটিতে জিতেছিল। ঐতিহাসিক সেই শততম টেস্টের প্রথম ইনিংসে দারুণ এক ফিফটি করেছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তো ২২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের প্রান্তে পৌঁছে তবেই ফেরেন। এবারও তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।
কাল ব্যাটসম্যানদের প্রস্তুতি নিয়ে খুশি দেখাল মিনহাজুল আবেদীনকে। বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘তামিম–সাইফ ভালো ব্যাটিং করেছে। মুশফিক ভালো ব্যাটিং করেছে।’ প্রধান নির্বাচক খুশি হলেও এত অল্পে সন্তুষ্ট
হওয়ার কথা নয় মুশফিকের। তাঁর রানক্ষুধা যে সব সময়ই থাকে তীব্র। সেখানে এবার সামনে তাঁর ‘প্রিয়’ প্রতিপক্ষ!
ঢাকা: টেস্ট সিরিজের আগে শ্রীলঙ্কান কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশের। নিজেদের মধ্যে ভাগ হয়ে ঝালিয়ে নিতে হচ্ছে তামিমদের। কাল শুরু দুই দিনের প্রস্তুতি ম্যাচে হেসেছে মুশফিকুর রহিমের ব্যাট, করেছেন ৬৬ রান।
প্রস্তুতি ম্যাচে যেখানে শেষ করবেন, সেখান থেকেই হয়তো লঙ্কানদের বিপক্ষে শুরু করতে চাইবেন মুশফিক। তিনি যে শ্রীলঙ্কাকে হারাতে চান! নিউজিল্যান্ড সফরে একেবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ দল। সময়টা বাজে গেছে মুশফিকেরও। তিন ওয়ানডের কোনোটিতেই বড় ইনিংসের দেখা পাননি। উইকেটের পেছনে দাঁড়িয়ে ফেলেছেন ‘সহজ’ ক্যাচ। চারপাশ থেকে ভেসে এসেছে নানা সমালোচনা। সমালোচনার জবাব দিতে মুশফিক হয়তো বেছে নিতে চাইবেন এই সিরিজ।
শ্রীলঙ্কার মাঠে সেটি মুশফিক করতে পারেন, অতীত পরিসংখ্যানই বলে দিচ্ছে। প্রতিপক্ষ হিসেবে লঙ্কানদের ঘরের মাঠে পেলে বারবারই জ্বলে উঠেছেন তিনি। ইতিহাসের ছাত্র মুশফিক দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করে ইতিহাস করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষেই। আরও যে ৫ টেস্ট খেলেছেন, ভালো করেছেন প্রতিটিতেই। শ্রীলঙ্কায় ৬ টেস্টে ৬০.১১ গড়ে করেছেন ৫৪১ রান। যেখানে তাঁর ক্যারিয়ার গড়–৩৬.৫৮।
কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও দিলশানের অবসরের পর কিছুটা দুঃসময়ের মধ্যে যাওয়া শ্রীলঙ্কা এখনো স্বরূপে ফিরতে পারেনি। তবে এই তারকাত্রয়ী যত দিন খেলেছেন যথেষ্ট ভুগিয়েছেন মুশিদের। বিশেষ করে দুই বন্ধু সাঙ্গা–মাহেলা। বাংলাদেশের বোলিং ‘নিম্নমানে’ পরিণত করেছেন সব সময়। দুজনের দুর্দান্ত ব্যাটিং ঘণ্টার পর ঘণ্টা মুশফিককে দেখতে হয়েছে উইকেটকিপার হিসেবে! মাঠের সেই পুরোনো ‘ক্ষোভ’ তো আছেই, ২০১৮ নিদহাস ট্রফিতে খেলতে গিয়ে লঙ্কান দর্শকদের বিরূপ আচরণের শিকার হয়েছিলেন মুশফিকরা। সেই থেকে লঙ্কানদের হারানোর তাড়নাটা ভেতরে ভেতরে সব সময় পুষে রাখেন মুশি। একাধিক সাক্ষাৎকারে তিনি অকপটে বলেছেন, ‘এখন সুযোগ পেলে চেষ্টা করি ওদের (শ্রীলঙ্কা) হারাতে। চেষ্টা করি ওদের বার্তা দিতে যে দেখো, তোমরা আমাদের যেভাবে ভুগিয়েছ, আজ সেভাবে তোমাদের ভোগাচ্ছি।’
বাংলাদেশ শ্রীলঙ্কার মাঠে সর্বশেষ যে টেস্ট খেলেছিল সেটিতে জিতেছিল। ঐতিহাসিক সেই শততম টেস্টের প্রথম ইনিংসে দারুণ এক ফিফটি করেছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তো ২২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের প্রান্তে পৌঁছে তবেই ফেরেন। এবারও তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।
কাল ব্যাটসম্যানদের প্রস্তুতি নিয়ে খুশি দেখাল মিনহাজুল আবেদীনকে। বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, ‘তামিম–সাইফ ভালো ব্যাটিং করেছে। মুশফিক ভালো ব্যাটিং করেছে।’ প্রধান নির্বাচক খুশি হলেও এত অল্পে সন্তুষ্ট
হওয়ার কথা নয় মুশফিকের। তাঁর রানক্ষুধা যে সব সময়ই থাকে তীব্র। সেখানে এবার সামনে তাঁর ‘প্রিয়’ প্রতিপক্ষ!
মিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
১৮ মিনিট আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে