ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ রাত ৮টার ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে লড়াইয়ে নামবে এ দুই দল।
নিজেদের প্রথম ম্যাচে বোলিংয়ে দারুণ করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে আটকে দিয়েছিল তারা। তবে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি অ্যারন ফিঞ্চ দল। একপর্যায়ে ৮১ রানেই হারিয়ে বসেছিল ৫ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা ঠিকই জিতে নিয়েছে তারা। এখন তাদের সামনে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ। এই ম্যাচে লঙ্কানদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হতে পারেন ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে টানা তিন টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন এই বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে ১০০ রানে অপরাজিত থাকা ওয়ার্নার পরের দুই ম্যাচে অপরাজিত ছিলেন ৬০ ও ৫৭ রানে।
ওয়ার্নারের বর্তমান সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না। আইপিএলে ছন্দহীনতায় দল থেকে বাদও পড়েছিলেন। শ্রীলঙ্কা ম্যাচটি এই বাঁহাতি ওপেনারের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর। ম্যাচের আগে ওয়ার্নার বলেন, ‘মানুষ আমার ছন্দ নিয়ে কথা বলছে এটা বেশ মজার মনে হয়। কারণ, আমি খুব অল্পই খেলেছি। আইপিএলেও আমি দুটির বেশি ম্যাচ খেলিনি। আমার মনে হয়, আমি বেশ ভালো অবস্থায় আছি। নেটেও বেশ ভালো বল হিট করছি। এখন প্রস্তুত।’
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু ওয়েড নিজেদের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘এখানে সবাই জিততে এসেছে, শ্রীলঙ্কাও ব্যতিক্রম নয়। তাদের হারাতে হলে আমাদেরও নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’
ওয়ার্নারের মতো ছন্দে নেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাও। তবে আজ বড় ম্যাচে জ্বলে উঠতে চাইবেন তিনিও।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের অবশ্য আলাদাভাবে ভাবতে হবে রহস্যময় স্পিনার মহেশ তিকসানাকে নিয়ে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লঙ্কান কোচ মিকি আর্থার বলেছেন, চোট কাটিয়ে এই ম্যাচে খেলবেন তিকসানা, ‘আমরা সব সময় নিজেদের খেলার উন্নতি নিয়ে ভাবছি। এই মুহূর্তে বিষয়টা হলো শুধু এগিয়ে যাওয়ার। ছেলেরাও প্রতিনিয়ত ভালো করছে। দল যে অবস্থায় আছে, আমি খুবই আনন্দিত। ভালো খেলছি এবং আমাদের দল বেশ বিপজ্জনকও বটে। এই আত্মবিশ্বাস আমাদের আছে যে আমরা নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’
বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ রাত ৮টার ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে লড়াইয়ে নামবে এ দুই দল।
নিজেদের প্রথম ম্যাচে বোলিংয়ে দারুণ করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে আটকে দিয়েছিল তারা। তবে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি অ্যারন ফিঞ্চ দল। একপর্যায়ে ৮১ রানেই হারিয়ে বসেছিল ৫ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা ঠিকই জিতে নিয়েছে তারা। এখন তাদের সামনে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ। এই ম্যাচে লঙ্কানদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হতে পারেন ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে টানা তিন টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন এই বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে ১০০ রানে অপরাজিত থাকা ওয়ার্নার পরের দুই ম্যাচে অপরাজিত ছিলেন ৬০ ও ৫৭ রানে।
ওয়ার্নারের বর্তমান সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না। আইপিএলে ছন্দহীনতায় দল থেকে বাদও পড়েছিলেন। শ্রীলঙ্কা ম্যাচটি এই বাঁহাতি ওপেনারের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর। ম্যাচের আগে ওয়ার্নার বলেন, ‘মানুষ আমার ছন্দ নিয়ে কথা বলছে এটা বেশ মজার মনে হয়। কারণ, আমি খুব অল্পই খেলেছি। আইপিএলেও আমি দুটির বেশি ম্যাচ খেলিনি। আমার মনে হয়, আমি বেশ ভালো অবস্থায় আছি। নেটেও বেশ ভালো বল হিট করছি। এখন প্রস্তুত।’
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু ওয়েড নিজেদের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘এখানে সবাই জিততে এসেছে, শ্রীলঙ্কাও ব্যতিক্রম নয়। তাদের হারাতে হলে আমাদেরও নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’
ওয়ার্নারের মতো ছন্দে নেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাও। তবে আজ বড় ম্যাচে জ্বলে উঠতে চাইবেন তিনিও।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের অবশ্য আলাদাভাবে ভাবতে হবে রহস্যময় স্পিনার মহেশ তিকসানাকে নিয়ে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লঙ্কান কোচ মিকি আর্থার বলেছেন, চোট কাটিয়ে এই ম্যাচে খেলবেন তিকসানা, ‘আমরা সব সময় নিজেদের খেলার উন্নতি নিয়ে ভাবছি। এই মুহূর্তে বিষয়টা হলো শুধু এগিয়ে যাওয়ার। ছেলেরাও প্রতিনিয়ত ভালো করছে। দল যে অবস্থায় আছে, আমি খুবই আনন্দিত। ভালো খেলছি এবং আমাদের দল বেশ বিপজ্জনকও বটে। এই আত্মবিশ্বাস আমাদের আছে যে আমরা নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’
দুর্দান্ত জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে নিজের অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন। বাংলাদেশি পেসার...
১ ঘণ্টা আগেমিরপুরে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ভোরে ক্রাইস্টচার্চ শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। খেলাগুলো দেখবেন যেসব টিভি চ্যানেলে—
২ ঘণ্টা আগেপাকিস্তানের মাটিতে গিয়ে ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না, এটা চূড়ান্ত। কিন্তু হাইব্রিড মডেলে আইসিসির বৈশ্বিক এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে পাকিস্তানের যে আপত্তি, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেটা ‘চূড়ান্ত’ নয়। সেটা পাকিস্তান চূড়ান্ত করতে গেলে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরে যেতে পারে।
৩ ঘণ্টা আগে২০১৭-১৮ ও ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুবারই রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ অলরেডরা পেয়েছিল গত বছর। তবে রিয়ালের বিপক্ষে দুই লেগেই হেরে শেষ ষোলোয় বিদায় নেয় লিভারপুল।
৩ ঘণ্টা আগে