নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্ব গ্যালারিতে স্বাগতিক দর্শকের ভিড়েও আলাদা করে চেনা যাচ্ছিল তাঁকে। গায়ে দক্ষিণ আফ্রিকার জার্সি। মাথায় প্রোটিয়া টেস্ট ক্যাপ। হাতে দক্ষিণ আফ্রিকার পতাকা। থেকে থেকেই নাড়ছিলেন সেই পতাকা।
প্রেসবক্স থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল ম্যানুয়াল স্কোরবোর্ডের নিচে বসে থাকা সেই দর্শককে। কাছে গিয়ে জানলাম, তাঁর নাম জোনাথন নলস। বর্তমানে লন্ডনের বাসিন্দা। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কাজের ব্যস্ততা ফেলে জোনাথন ছুটে এসেছেন ঢাকায়, মিরপুর টেস্ট দেখতে।
ক্রিকেট, বিশেষ করে টেস্টের প্রতি আলাদা টান তাঁর। সেই টানেই সময় পেলে চলে আসেন মাঠে। যেমন এসেছেন এবার। অবশ্য কর্মস্থলে ফিরে যাওয়ার তাড়া থাকায় মিরপুর টেস্ট দেখেই ফিরে যাবেন লন্ডনে। চট্টগ্রামে যাবেন না।
কেমন লাগছে বাংলাদেশ? জোনাথনের উত্তর, ‘বাংলাদেশে এসে দারুণ লাগছে। গ্যালারির দর্শকেরা দারুণ। যদিও আমি বাংলা বুঝি না, তবে আশপাশের কিছু ছাত্র আমাকে ইংরেজিতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। মুহূর্তগুলো বেশ উপভোগ করছি।’
জোনাথনের পরনে যে সাদা টেস্ট জার্সি, সেটি একটি বিশেষ স্মারক। জার্সির গল্পটা তাঁর কাছ থেকেই শোনা যাক, ‘এটা আমাকে এইডেন মার্করাম দিয়েছেন। তিনি আমার প্রিয় খেলোয়াড়দের একজন এবং এই টেস্টে তিনি অধিনায়কত্ব করছেন।’ মাথার টেস্ট ক্যাপটি যদিও অনলাইনে কেনা, কিন্তু জার্সির এই বিশেষ উপহার নিয়ে তাঁর মুখে গর্বের হাসি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে জোনাথনের প্রিয় সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তাঁদের অনেক খেলা তিনি দেখেছেন। দুই তারকা ক্রিকেটারকে মিরপুর টেস্টে না দেখতে পেয়ে খানিকটা হতাশও। ‘তাঁরা অসাধারণ ক্রিকেটার, তাঁদের না দেখে অবাক হয়েছি। তবে সব সময় বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমার সম্মান রয়েছে’—বলছিলেন জোনাথন।
পূর্ব গ্যালারিতে স্বাগতিক দর্শকের ভিড়েও আলাদা করে চেনা যাচ্ছিল তাঁকে। গায়ে দক্ষিণ আফ্রিকার জার্সি। মাথায় প্রোটিয়া টেস্ট ক্যাপ। হাতে দক্ষিণ আফ্রিকার পতাকা। থেকে থেকেই নাড়ছিলেন সেই পতাকা।
প্রেসবক্স থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল ম্যানুয়াল স্কোরবোর্ডের নিচে বসে থাকা সেই দর্শককে। কাছে গিয়ে জানলাম, তাঁর নাম জোনাথন নলস। বর্তমানে লন্ডনের বাসিন্দা। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কাজের ব্যস্ততা ফেলে জোনাথন ছুটে এসেছেন ঢাকায়, মিরপুর টেস্ট দেখতে।
ক্রিকেট, বিশেষ করে টেস্টের প্রতি আলাদা টান তাঁর। সেই টানেই সময় পেলে চলে আসেন মাঠে। যেমন এসেছেন এবার। অবশ্য কর্মস্থলে ফিরে যাওয়ার তাড়া থাকায় মিরপুর টেস্ট দেখেই ফিরে যাবেন লন্ডনে। চট্টগ্রামে যাবেন না।
কেমন লাগছে বাংলাদেশ? জোনাথনের উত্তর, ‘বাংলাদেশে এসে দারুণ লাগছে। গ্যালারির দর্শকেরা দারুণ। যদিও আমি বাংলা বুঝি না, তবে আশপাশের কিছু ছাত্র আমাকে ইংরেজিতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। মুহূর্তগুলো বেশ উপভোগ করছি।’
জোনাথনের পরনে যে সাদা টেস্ট জার্সি, সেটি একটি বিশেষ স্মারক। জার্সির গল্পটা তাঁর কাছ থেকেই শোনা যাক, ‘এটা আমাকে এইডেন মার্করাম দিয়েছেন। তিনি আমার প্রিয় খেলোয়াড়দের একজন এবং এই টেস্টে তিনি অধিনায়কত্ব করছেন।’ মাথার টেস্ট ক্যাপটি যদিও অনলাইনে কেনা, কিন্তু জার্সির এই বিশেষ উপহার নিয়ে তাঁর মুখে গর্বের হাসি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে জোনাথনের প্রিয় সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তাঁদের অনেক খেলা তিনি দেখেছেন। দুই তারকা ক্রিকেটারকে মিরপুর টেস্টে না দেখতে পেয়ে খানিকটা হতাশও। ‘তাঁরা অসাধারণ ক্রিকেটার, তাঁদের না দেখে অবাক হয়েছি। তবে সব সময় বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমার সম্মান রয়েছে’—বলছিলেন জোনাথন।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৩ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৪ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৫ ঘণ্টা আগে