ক্রীড়া ডেস্ক
পুরোপুরি ফিট না হওয়া লোকেশ রাহুলকে নিয়ে এশিয়া কাপে বেশ সমালোচনায় পড়তে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতেও পারেননি তিনি। তবে ভারতের বিশ্বকাপ দলে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ভারত আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্বাগতিক দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে থাকছেন শুভমান গিল। উইকেটরক্ষক ব্যাটার ইষান কিষানকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে। ৩ নম্বরে খেলবেন বিরাট কোহলি। মিডল অর্ডারে খেলবেন শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন পান্ডিয়া।
বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডারের তালিকায় থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব থাকছেন আরও এক বাঁহাতি স্পিনার হিসেবে। পেস বোলিংয়ের ভরসা হিসেবে আছেন জাসপ্রীত বুমরা। বুমরার সঙ্গে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর। পাল্লেকেলেতে এ সপ্তাহের শনিবার হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। পরের দিনই বিশ্বকাপের ১৫ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দল থেকে কাউকেই বাদ দেওয়া হয়নি। স্ট্যান্ডবাইসহ এশিয়া কাপের ১৮ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিনজনকে। তাঁরা হচ্ছেন: তিলক ভার্মা, প্রাসিধ কৃষ্ণা ও স্ট্যান্ডবাইয়ে থাকা সঞ্জু স্যামসন।
ভারতের বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
পুরোপুরি ফিট না হওয়া লোকেশ রাহুলকে নিয়ে এশিয়া কাপে বেশ সমালোচনায় পড়তে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতেও পারেননি তিনি। তবে ভারতের বিশ্বকাপ দলে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ভারত আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্বাগতিক দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে থাকছেন শুভমান গিল। উইকেটরক্ষক ব্যাটার ইষান কিষানকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে। ৩ নম্বরে খেলবেন বিরাট কোহলি। মিডল অর্ডারে খেলবেন শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন পান্ডিয়া।
বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডারের তালিকায় থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব থাকছেন আরও এক বাঁহাতি স্পিনার হিসেবে। পেস বোলিংয়ের ভরসা হিসেবে আছেন জাসপ্রীত বুমরা। বুমরার সঙ্গে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর। পাল্লেকেলেতে এ সপ্তাহের শনিবার হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। পরের দিনই বিশ্বকাপের ১৫ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দল থেকে কাউকেই বাদ দেওয়া হয়নি। স্ট্যান্ডবাইসহ এশিয়া কাপের ১৮ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিনজনকে। তাঁরা হচ্ছেন: তিলক ভার্মা, প্রাসিধ কৃষ্ণা ও স্ট্যান্ডবাইয়ে থাকা সঞ্জু স্যামসন।
ভারতের বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
২১ মিনিট আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে