ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্টটির আগে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততাও নেই। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে দুই প্রতিবেশী বাংলাদেশ-ভারতের একাধিক ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের আজকের প্রতিবেদনে জানা গেছে, মূল টুর্নামেন্টের আগে মুখোমুখি হতে পারে বাংলাদেশ-ভারত। যদিও দুই দলের প্রস্তুতি ম্যাচটি কবে হতে পারে, সেটা এখনো জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। জাগরণ তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আইসিসির এক কর্মকর্তা বলেছেন ভারতীয় ক্রিকেট দল তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। তাই কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে ভারতের জন্য একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের ব্যাপারে কথাবার্তা চলছে।’
মূল টুর্নামেন্টেই অবশ্য বাংলাদেশ-ভারত দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হবে ফাইনালে। ৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচটা তখন হবে দুবাইয়ে। গ্রুপ পর্বে ভারতের পর বাংলাদেশ ২৪ ফেব্রুয়ারি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৭ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২ মার্চ দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব। এরপর ৪ ও ৫ মার্চ হবে দুটি সেমিফাইনাল।
শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা এবারের বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সে খেলছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। যেখানে মিরাজ খুলনার অধিনায়ক। রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। চ্যাম্পিয়নস ট্রফির আগে তাই তাঁদের বিপিএল ছাড়া আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই।
মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্টটির আগে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততাও নেই। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে দুই প্রতিবেশী বাংলাদেশ-ভারতের একাধিক ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের আজকের প্রতিবেদনে জানা গেছে, মূল টুর্নামেন্টের আগে মুখোমুখি হতে পারে বাংলাদেশ-ভারত। যদিও দুই দলের প্রস্তুতি ম্যাচটি কবে হতে পারে, সেটা এখনো জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। জাগরণ তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আইসিসির এক কর্মকর্তা বলেছেন ভারতীয় ক্রিকেট দল তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। তাই কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে ভারতের জন্য একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের ব্যাপারে কথাবার্তা চলছে।’
মূল টুর্নামেন্টেই অবশ্য বাংলাদেশ-ভারত দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হবে ফাইনালে। ৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচটা তখন হবে দুবাইয়ে। গ্রুপ পর্বে ভারতের পর বাংলাদেশ ২৪ ফেব্রুয়ারি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৭ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২ মার্চ দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব। এরপর ৪ ও ৫ মার্চ হবে দুটি সেমিফাইনাল।
শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়রা এবারের বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সে খেলছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। যেখানে মিরাজ খুলনার অধিনায়ক। রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। চ্যাম্পিয়নস ট্রফির আগে তাই তাঁদের বিপিএল ছাড়া আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই।
মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর গতকাল পেয়েছিলেন। পারফরম্যান্স আর সময়টা যখন পক্ষে, জাসপ্রীত বুমরার কাছে তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, এটাই স্বাভাবিক। আজ আরও বড় সুখবরই পেলেন এ ভারতীয় পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে
৯ ঘণ্টা আগেহ্যাক হওয়ায় ঢোকা যাচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইটে। আজ বিকেল থেকে হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার বিকেলে ঢুঁ মারলে দেখা যায়, হ্যাক হয়েছে এনএসসির ওয়েবসাইট। হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে রেখেছে, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।
১০ ঘণ্টা আগেবিপিএলটা যেন জগাখিচুড়ি বানিয়ে ফেলল এক দুর্বার রাজশাহী! তাদের খেলার চেয়েও শুধু পারিশ্রমিকের ইস্যুটাই বেশি আলোচনায়। টাকার জন্যই তো খেলেন ক্রিকেটাররা, আলোচনা হওয়াটাও স্বাভাবিক। পাওনা পরিশোধ নিয়ে অনেক সময়ই কথা হয়...
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যাম কনস্টাসের। ব্যাটিংয়ের চেয়েও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় বেশ আলোচিত এই কনস্টাস। তবে এবার তাঁর (কনস্টাস) একাদশে জায়গা হবে কি না, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে