ক্রীড়া ডেস্ক
বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা চলছে অনেক দিন ধরে। পারফরম্যান্সে প্রভাব পড়ায় বাবরকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ অনেক কিংবদন্তি ক্রিকেটারেরই। এবার শহীদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ এসেছে বাবরকে অধিনায়কত্ব থেকে সরানোর। এমন ঘটনায় রীতিমতো অবাক আফ্রিদি।
গত বছরের ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন রমিজ রাজা। এর পরই পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেন নাজাম শেঠি। প্রধান নির্বাচকের পদ থেকে সরানো হয় মোহাম্মদ ওয়াসিমকেও। এরপর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন আফ্রিদিকে।
অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা অবস্থাতেই আফ্রিদি নাকি বাবরকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছেন—গত পরশু শেঠি এমন দাবি করেন। এমন কথা শুনে তাজ্জব বনে যান আফ্রিদি। পাকিস্তানের এই লেগ স্পিনার গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘নাজাম শেঠির সঙ্গে আমি কথা বলেছি। বাবর আজমের অধিনায়কত্বের ব্যাপারে আমাকে উল্লেখ করে তিনি (শেঠি) কিছু বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবকিছু স্পষ্ট করে বলেছেন। আলোচনা এখানেই শেষ। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও পাকিস্তান দলকে শুভকামনা।’
বাবরকে ছাড়া কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। সেই সিরিজে অধিনায়ক ছিলেন শাদাব খান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে আবার ফিরছেন বাবর। কিউইদের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৪ এপ্রিল লাহোরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই দলের সিরিজ।
বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা চলছে অনেক দিন ধরে। পারফরম্যান্সে প্রভাব পড়ায় বাবরকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ অনেক কিংবদন্তি ক্রিকেটারেরই। এবার শহীদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ এসেছে বাবরকে অধিনায়কত্ব থেকে সরানোর। এমন ঘটনায় রীতিমতো অবাক আফ্রিদি।
গত বছরের ডিসেম্বরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন রমিজ রাজা। এর পরই পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেন নাজাম শেঠি। প্রধান নির্বাচকের পদ থেকে সরানো হয় মোহাম্মদ ওয়াসিমকেও। এরপর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন আফ্রিদিকে।
অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা অবস্থাতেই আফ্রিদি নাকি বাবরকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছেন—গত পরশু শেঠি এমন দাবি করেন। এমন কথা শুনে তাজ্জব বনে যান আফ্রিদি। পাকিস্তানের এই লেগ স্পিনার গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘নাজাম শেঠির সঙ্গে আমি কথা বলেছি। বাবর আজমের অধিনায়কত্বের ব্যাপারে আমাকে উল্লেখ করে তিনি (শেঠি) কিছু বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবকিছু স্পষ্ট করে বলেছেন। আলোচনা এখানেই শেষ। নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর ও পাকিস্তান দলকে শুভকামনা।’
বাবরকে ছাড়া কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। সেই সিরিজে অধিনায়ক ছিলেন শাদাব খান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে আবার ফিরছেন বাবর। কিউইদের বিপক্ষে পাঁচটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৪ এপ্রিল লাহোরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দুই দলের সিরিজ।
বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করতে হতো রিয়াল মাদ্রিদকে। এক যুগের বেশি সময় ধরে রিয়ালের আতঙ্কই যেন ছিলেন আর্জেন্টাইন সুপার স্টার। সেটি এখন অতীত। কিন্তু হালের তারকা হুলিয়ান আলভারেজও...
১ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে গতকাল ভারতের কাছে ৪ উইকেটে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথ শোনালেন বিদায়ের সুর। ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম...
২ ঘণ্টা আগেলাহোরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তবে কিউইদের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রোটিয়াদের। এর আগে সব মিলিয়ে ৭৩ ওয়ানডেতে দেখা হয়েছিল দুই দলের। দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাই ভারী—৪২ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হার। পরিত্যক্ত হয়েছে ৫ ম্যাচ।
২ ঘণ্টা আগেপ্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত।
৩ ঘণ্টা আগে