Ajker Patrika

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ কবে জানাল আইসিসি

ক্রীড়া ডেস্ক     
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ২১: ৫২
নারী বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ। ছবি: এএফপি
নারী বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ। ছবি: এএফপি

নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে আশানুরূপ পারফরম্যান্স না করায় বাংলাদেশ নারী ক্রিকেট দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশকে এখন খেলতে হবে বাছাইপর্ব। মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে বাছাইপর্বে খেলতে হবে পাঁচ ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে। বাংলাদেশ, পাকিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ—এই ছয় দল খেলবে বাছাইপর্ব। গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ)— লাহোরের এই দুই মাঠে ৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে বাছাইপর্ব। ৯ এপ্রিল প্রথম দিনে পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। একই দিনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ১০ এপ্রিল এলসিসিএ মাঠে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের পর দুই দিন বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হবে জ্যোতির দল।

গাদ্দাফি স্টেডিয়ামে ১৫ এপ্রিল বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৭ ও ১৯ এপ্রিল জ্যোতির দল খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ হবে এলসিসিএ মাঠে। ১৩ ও ১৫ এপ্রিল বাংলাদেশের ম্যাচ দুটি দিবারাত্রির। জ্যোতিদের বাকি তিন ম্যাচ হবে সকালে।

নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতসহ পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটবে বলে নিয়মে ছিল। ২০২২-এর জুন থেকে ২০২৫-এর জানুয়ারি পর্যন্ত হয়েছিল। তবে ভারত দুইয়ে থাকায় ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ডও সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে শেষ করেছিল।

এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু
থাইল্যান্ড১০ এপ্রিলএলসিসিএ
আয়ারল্যান্ড১৩ এপ্রিলগাদ্দাফি স্টেডিয়াম
স্কটল্যান্ড১৫ এপ্রিলগাদ্দাফি স্টেডিয়াম
ওয়েস্ট ইন্ডিজ১৭ এপ্রিলএলসিসিএ
পাকিস্তান১৯ এপ্রিলএলসিসিএ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত