ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সময় আজ দুপুর সাড়ে ১২টায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক মাধ্যমে কী অসাধারণ উপায়েই না বিশ্বকাপের ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে! সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে ক্রিকেটারদের নাম ঘোষণা করলেন প্রবাসীরা।
বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে সময়মতোই আজ বেলা সাড়ে ১২টায় দল ঘোষণার কাজ শুরু করেছে। ভিডিওর শুরুতেই বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন নিজের পরিচয় দিয়েছেন। তখনই তিনি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা বাংলাদেশের নারী বিশ্বকাপের দল ঘোষণা করবেন। ক্রিকেটারদের নাম ঘোষণার শুরুতেই কানাডায় বসবাসরত বাংলাদেশি এক প্রবাসী নারী নিগার সুলতানা জ্যোতির নাম বলেছেন। জ্যোতির কাঁধেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। কানাডিয়ান সেই নারী জ্যোতির পাশাপাশি মারুফা আকতারের নাম বলেছেন।
জ্যোতি, মারুফার পর একে একে জাহানারা আলম,নাহিদা আকতার, স্বর্ণা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মণিদের নাম ঘোষণা করা হয়। কানাডা ছাড়াও দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। প্রবাসীরা সবাই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন। দল ঘোষণার ভিডিওর শেষে কথা বলেছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইতে শান্তর নেতৃত্বে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে খুব একটা পরিবর্তন নেই। পার্থক্য বলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের অধিনায়ক রাবেয়া খান বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন না। আরব আমিরাতে তিনি যাচ্ছেন ক্রিকেটার হিসেবেই। লঙ্কায় চলমান ‘এ’ দলের সিরিজের ১৩ ক্রিকেটারই যাচ্ছেন বিশ্বকাপে। এই ১৩ ক্রিকেটারের সঙ্গে যোগ হয়েছেন দিশা বিশ্বাস ও সাথী রানী। দিশার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সাথী ফিরেছেন এক বছর পর।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।
অধিনায়ক জ্যোতির হাতে উইকেটরক্ষকের গ্লাভসও থাকতে পারে। ব্যাটিং লাইনআপে অধিনায়কের সঙ্গে থাকছেন মুর্শিদা খাতুন, দিলারা আকতার, সোবহানা মোস্তারিরা। শেষের দিকে নেমে ঝড় তুলতে আছেন স্বর্ণা আকতার। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন আরও দুই লেগস্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান। পাশাপাশি নাহিদা আকতারের বাঁহাতের ঘূর্ণি তো রয়েছে।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিশা বিশ্বাস, সাথি রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, রিতু মণি, নাহিদা আকতার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আকতার, তাজ নাহার, রাবেয়া খান, সুলতানা খাতুন
বাংলাদেশ সময় আজ দুপুর সাড়ে ১২টায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক মাধ্যমে কী অসাধারণ উপায়েই না বিশ্বকাপের ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে! সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে ক্রিকেটারদের নাম ঘোষণা করলেন প্রবাসীরা।
বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে সময়মতোই আজ বেলা সাড়ে ১২টায় দল ঘোষণার কাজ শুরু করেছে। ভিডিওর শুরুতেই বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন নিজের পরিচয় দিয়েছেন। তখনই তিনি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা বাংলাদেশের নারী বিশ্বকাপের দল ঘোষণা করবেন। ক্রিকেটারদের নাম ঘোষণার শুরুতেই কানাডায় বসবাসরত বাংলাদেশি এক প্রবাসী নারী নিগার সুলতানা জ্যোতির নাম বলেছেন। জ্যোতির কাঁধেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। কানাডিয়ান সেই নারী জ্যোতির পাশাপাশি মারুফা আকতারের নাম বলেছেন।
জ্যোতি, মারুফার পর একে একে জাহানারা আলম,নাহিদা আকতার, স্বর্ণা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মণিদের নাম ঘোষণা করা হয়। কানাডা ছাড়াও দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। প্রবাসীরা সবাই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন। দল ঘোষণার ভিডিওর শেষে কথা বলেছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইতে শান্তর নেতৃত্বে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে খুব একটা পরিবর্তন নেই। পার্থক্য বলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের অধিনায়ক রাবেয়া খান বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন না। আরব আমিরাতে তিনি যাচ্ছেন ক্রিকেটার হিসেবেই। লঙ্কায় চলমান ‘এ’ দলের সিরিজের ১৩ ক্রিকেটারই যাচ্ছেন বিশ্বকাপে। এই ১৩ ক্রিকেটারের সঙ্গে যোগ হয়েছেন দিশা বিশ্বাস ও সাথী রানী। দিশার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সাথী ফিরেছেন এক বছর পর।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।
অধিনায়ক জ্যোতির হাতে উইকেটরক্ষকের গ্লাভসও থাকতে পারে। ব্যাটিং লাইনআপে অধিনায়কের সঙ্গে থাকছেন মুর্শিদা খাতুন, দিলারা আকতার, সোবহানা মোস্তারিরা। শেষের দিকে নেমে ঝড় তুলতে আছেন স্বর্ণা আকতার। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন আরও দুই লেগস্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান। পাশাপাশি নাহিদা আকতারের বাঁহাতের ঘূর্ণি তো রয়েছে।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিশা বিশ্বাস, সাথি রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, রিতু মণি, নাহিদা আকতার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আকতার, তাজ নাহার, রাবেয়া খান, সুলতানা খাতুন
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে