ক্রীড়া ডেস্ক
রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয়েছে শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলছে কিংবদন্তির উদ্দেশে স্মৃতিচারণ।
চোখের জলে কিংবদন্তি ওয়ার্নকে বিদায় জানাতে মাঠে উপস্থিত আছেন ৫০ হাজার ভক্ত। তালিকায় আছেন ক্রিকেটার, অভিনেতা, গায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ। মঞ্চে আছেন ওয়ার্নের তিন সন্তানকেও। গান ও স্মৃতিচারণার মধ্যে দিয়ে চলছে বিদায় জানানোর পালা। স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তিতে জমা হচ্ছে ফুলের তোড়া। শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।
ওয়ার্নকে নিয়ে আবেগে ভাসছেন তাঁর এক সময়ের সতীর্থ ও বন্ধুরা। আবেগতাড়িত কণ্ঠে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন বললেন, ‘তোমার সঙ্গে মাঠে খেলতে পারাটা ছিল দারুণ সৌভাগ্যের বিষয়। আমার দেখা সেরা বোলার তুমিই ছিলে। দশ বছর ধরে ধারাভাষ্য কক্ষে তোমার সঙ্গে থাকতে পারা এবং বন্ধু হিসেবে পাওয়াটা দারুণ ব্যাপার। ইংল্যান্ডের সবার পক্ষ থেকে বলছি, আমরা তোমাকে ভালোবাসি আর সব সময় তোমাকে মিস করব।’
রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয়েছে শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলছে কিংবদন্তির উদ্দেশে স্মৃতিচারণ।
চোখের জলে কিংবদন্তি ওয়ার্নকে বিদায় জানাতে মাঠে উপস্থিত আছেন ৫০ হাজার ভক্ত। তালিকায় আছেন ক্রিকেটার, অভিনেতা, গায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ। মঞ্চে আছেন ওয়ার্নের তিন সন্তানকেও। গান ও স্মৃতিচারণার মধ্যে দিয়ে চলছে বিদায় জানানোর পালা। স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তিতে জমা হচ্ছে ফুলের তোড়া। শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।
ওয়ার্নকে নিয়ে আবেগে ভাসছেন তাঁর এক সময়ের সতীর্থ ও বন্ধুরা। আবেগতাড়িত কণ্ঠে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন বললেন, ‘তোমার সঙ্গে মাঠে খেলতে পারাটা ছিল দারুণ সৌভাগ্যের বিষয়। আমার দেখা সেরা বোলার তুমিই ছিলে। দশ বছর ধরে ধারাভাষ্য কক্ষে তোমার সঙ্গে থাকতে পারা এবং বন্ধু হিসেবে পাওয়াটা দারুণ ব্যাপার। ইংল্যান্ডের সবার পক্ষ থেকে বলছি, আমরা তোমাকে ভালোবাসি আর সব সময় তোমাকে মিস করব।’
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
৬ মিনিট আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২৭ মিনিট আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
২ ঘণ্টা আগে