ক্রীড়া ডেস্ক
অ্যাশেজ শুরু হতে এখনো বাকি এক মাস। বেন স্টোকসের ভাবনায় যেন সেই অ্যাশেজ। ঘরের মাঠে অ্যাশেজ খেলতে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন স্টোকস। ক্রিকইনফো জানিয়েছে, চেন্নাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ শেষে যুক্তরাজ্যে ফিরবেন ইংলিশ এই অলরাউন্ডার। ২০ মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চেন্নাই। অ্যাশেজের আগে ১ জুন লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ইংল্যান্ড। অ্যাশেজের আগে এই টেস্টকে পাখির চোখ করে রেখেছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আর ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কও তিনি।
চোটে জর্জর মৌসুম এবারের আইপিএলে কাটিয়েছেন স্টোকস। চেন্নাইয়ের জার্সিতে দেখা গেছে দুই ম্যাচে। ১০৭.১৪ স্ট্রাইক রেটে করেছেন ১৫ রান আর এক ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। গত ২২ এপ্রিল চেন্নাইয়ের প্রধান কোচ জানিয়েছিলেন, চোটে পড়ে স্টোকস এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। চোট কাটিয়ে সেরে উঠলেও তাঁকে দেখা যায়নি চেন্নাইয়ের একাদশে। গত ডিসেম্বরে আইপিএল নিলামে ভারতীয় ১৬ কোটি ২৫ লাখ রূপিতে ইংলিশ এই অলরাউন্ডারকে কিনেছিল চেন্নাই।
এজবাস্টনে ১৬ জুন শুরু হবে অ্যাশেজ। এরপর লর্ডসে ২৮ জুন হবে দ্বিতীয় টেস্ট। ৬ ও ১৯ জুলাই হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট। এই দুই টেস্টের ভেন্যু লিডস ও ম্যানচেস্টার। আর লন্ডনের ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
অ্যাশেজ শুরু হতে এখনো বাকি এক মাস। বেন স্টোকসের ভাবনায় যেন সেই অ্যাশেজ। ঘরের মাঠে অ্যাশেজ খেলতে আইপিএল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন স্টোকস। ক্রিকইনফো জানিয়েছে, চেন্নাইয়ের গ্রুপ পর্বের ম্যাচ শেষে যুক্তরাজ্যে ফিরবেন ইংলিশ এই অলরাউন্ডার। ২০ মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চেন্নাই। অ্যাশেজের আগে ১ জুন লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ইংল্যান্ড। অ্যাশেজের আগে এই টেস্টকে পাখির চোখ করে রেখেছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আর ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কও তিনি।
চোটে জর্জর মৌসুম এবারের আইপিএলে কাটিয়েছেন স্টোকস। চেন্নাইয়ের জার্সিতে দেখা গেছে দুই ম্যাচে। ১০৭.১৪ স্ট্রাইক রেটে করেছেন ১৫ রান আর এক ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। গত ২২ এপ্রিল চেন্নাইয়ের প্রধান কোচ জানিয়েছিলেন, চোটে পড়ে স্টোকস এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। চোট কাটিয়ে সেরে উঠলেও তাঁকে দেখা যায়নি চেন্নাইয়ের একাদশে। গত ডিসেম্বরে আইপিএল নিলামে ভারতীয় ১৬ কোটি ২৫ লাখ রূপিতে ইংলিশ এই অলরাউন্ডারকে কিনেছিল চেন্নাই।
এজবাস্টনে ১৬ জুন শুরু হবে অ্যাশেজ। এরপর লর্ডসে ২৮ জুন হবে দ্বিতীয় টেস্ট। ৬ ও ১৯ জুলাই হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট। এই দুই টেস্টের ভেন্যু লিডস ও ম্যানচেস্টার। আর লন্ডনের ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে