আফগানদের আক্রমণাত্মক বোলিংয়ে বিপদে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক     
Thumbnail image
মাথা নিচু করে ফিরছেন সৌম্য সরকার। ২৩ বলে ৩ চারে ২৪ রান করেছেন তিনি। ছবি: এএফপি

সুযোগের সদ্ব্যবহার কীভাবে করতে হয়, সেটা বোধ হয় তানজিদ হাসান তামিম জানেন না। কারণ জীবন পেয়ে যেখানে ইনিংস বড় করার কথা, সেখানে তিনি ফিফটিও করতে পারছেন না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২৯ বলেই শেষ তাঁর ইনিংস।

শারজায় আজ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুইবার জীবন পেয়েছেন তানজিদ তামিম। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফজলহক ফারুকিকে কাট করতে গেলে এজ হয়ে যায়। এজ হওয়া বল স্লিপে ক্যাচ মিস করেছেন গুলবাদিন নাইব। তানজিদ তখনো রানের খাতা খুলতে পারেননি। পরবর্তীতে চতুর্থ ওভারের শেষ বলে মোহাম্মদ গাজানফারকে স্লগ সুইপ করতে যান তানজিদ তামিম। এজ হওয়া বল স্কয়ার লেগ থেকে পেছনে দৌঁড়েও ক্যাচ ধরতে পারেননি আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী। ০ ও ৭ রানে দুইবার জীবন পেয়েও তানজিদ তামিম করতে পেরেছেন ১৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৯.৪ ওভারে করেছে ৪ উইকেটে ৮৭ রান।

আফগানিস্তানের মিস ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে এক প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন সৌম্য সরকার। দলীয় ৫৩ রানে ভেঙে যায় সৌম্যর উদ্বোধনী জুটি। নবম ওভারের তৃতীয় বলে সৌম্যকে বোল্ড করেন আজমতউল্লাহ ওমরজাই। ২৩ বলে ৪ চারে ২৪ রান করেন সৌম্য। তানজিদ ফিরেছেন দশম ওভারের প্রথম বলে। মোহাম্মদ নবীর বলে এবার কাভার-পয়েন্ট এলাকায় ক্যাচ ধরেন শাহিদী। ২৯ বলের ইনিংসে ৩ চার মেরেছেন। পাওয়ারপ্লেতে (প্রথম ১০ ওভার) ২ উইকেটে ৫৮ রানে শেষ করে বাংলাদেশ।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ আরও ঝামেলায় পড়তে থাকে। যেখানে ওয়ানডেতে এক বছর পর সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ জাকির হাসান (৭ বলে ৪ রান)। দশম ওভারের দ্বিতীয় বলে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের ফাঁদে কাটা পড়েন জাকির। নন স্ট্রাইক প্রান্তে সরাসরি থ্রোতে তখন স্টাম্প ভেঙে দেন নাঙ্গোলিয়া খারোতে। তাওহীদ হৃদয় এই ম্যাচেও ইনিংস বড় করতে ব্যর্থ। ১৪ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়াই করেন ৭ রান। ১৫তম ওভারের চতুর্থ বলে হৃদয়কে ফেরান রশিদ খান।

৫৩ থেকে ৭২-১৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ইনিংসের অর্ধেক পেরোনোর আগে চাপে পড়ে যায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৫ বলে ৪ রানে ব্যাটিং করছেন। মিরাজ অপরাজিত ১৮ রানে। ৪০ বলের ইনিংসে মেরেছেন ১ চার। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিটকে যাওয়ায় আজ তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত