ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। এই দুই সংস্করণে বাংলাদেশের কমজোরি অবশ্য নতুন কিছু নয়। সেসব ভুলে পছন্দের সংস্করণ ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।
গায়ানায় আজ শুরু হতে চলা ওয়ানডে সিরিজে নিজেদের সেরাটা উপহার দিতে চান তামিম ইকবাল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তবে টানা বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় প্রস্তুতির ঘাটতি দেখছেন তিনি।
তামিম বলেছেন, ‘ওয়ানডে সংস্করণে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাই সেরাটা দিতে উন্মুখ থাকে। টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলিনি। ওয়ানডেতে ভালো করতে চাই। আলাদাভাবে সবাইকে অনুপ্রাণিত করার কিছু নেই। সবাই দেশের জন্য খেলছে।’
বাংলাদেশে আজ ঈদুল আজহা পালন করা হলেও গায়ানায় হয়েছে গতকাল। ঈদের নামাজ শেষে বাংলাদেশ দল অনুশীলনে নামলেও বৃষ্টির কারণে একটু পরেই ড্রেসিং রুমে ফিরে আসতে হয়। এ নিয়ে হতাশ তামিম, ‘প্রস্তুতি নিয়ে আসলে সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই। ৭-৮ দিন হয়ে গেছে, এখনো ব্যাট করতে পারিনি। আজ (কাল) একটু সুযোগ ছিল, কিন্তু ২ বল খেলার পর বৃষ্টি এসেছে। প্রকৃতির ওপর আমাদের হাত নেই। এটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। অনুশীলন সেশনগুলো আগেই ঠিক করা ছিল। দুর্ভাগ্যবশত (বিরূপ) আবহাওয়ার কারণে সম্ভব হয়নি।’
আজ প্রথম ওয়ানডে শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। একই মাঠে একই সময় শেষ দুই ম্যাচ বুধ ও শনিবার।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে তারা। এই দুই সংস্করণে বাংলাদেশের কমজোরি অবশ্য নতুন কিছু নয়। সেসব ভুলে পছন্দের সংস্করণ ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।
গায়ানায় আজ শুরু হতে চলা ওয়ানডে সিরিজে নিজেদের সেরাটা উপহার দিতে চান তামিম ইকবাল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তবে টানা বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় প্রস্তুতির ঘাটতি দেখছেন তিনি।
তামিম বলেছেন, ‘ওয়ানডে সংস্করণে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। সবাই সেরাটা দিতে উন্মুখ থাকে। টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলিনি। ওয়ানডেতে ভালো করতে চাই। আলাদাভাবে সবাইকে অনুপ্রাণিত করার কিছু নেই। সবাই দেশের জন্য খেলছে।’
বাংলাদেশে আজ ঈদুল আজহা পালন করা হলেও গায়ানায় হয়েছে গতকাল। ঈদের নামাজ শেষে বাংলাদেশ দল অনুশীলনে নামলেও বৃষ্টির কারণে একটু পরেই ড্রেসিং রুমে ফিরে আসতে হয়। এ নিয়ে হতাশ তামিম, ‘প্রস্তুতি নিয়ে আসলে সন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই। ৭-৮ দিন হয়ে গেছে, এখনো ব্যাট করতে পারিনি। আজ (কাল) একটু সুযোগ ছিল, কিন্তু ২ বল খেলার পর বৃষ্টি এসেছে। প্রকৃতির ওপর আমাদের হাত নেই। এটা নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। অনুশীলন সেশনগুলো আগেই ঠিক করা ছিল। দুর্ভাগ্যবশত (বিরূপ) আবহাওয়ার কারণে সম্ভব হয়নি।’
আজ প্রথম ওয়ানডে শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। একই মাঠে একই সময় শেষ দুই ম্যাচ বুধ ও শনিবার।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৭ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১০ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১১ ঘণ্টা আগে