ক্রীড়া ডেস্ক
এবারের অ্যাশেজে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েও সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আসলে সিরিজে দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে অজিদের জিততে দেয়নি ইংল্যান্ড। নিজেদের সৃষ্টি ‘বাজবল’ তত্ত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণ খেলে সিরিজে সমতায় ফেরে তারা। বেরসিক বৃষ্টিতে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভেস্তে না গেলে মর্যাদাপূর্ণ সিরিজটি তো ইংল্যান্ডেরই জেতার সম্ভাবনা ছিল।
ইংল্যান্ডের এই কামব্যাকের গল্পের কারণে এবারের অ্যাশেজকে সবচেয়ে সেরা সিরিজ বলা হচ্ছে। এমন খেলার ধরনে বেশ মুগ্ধ হয়েছেন অনেক দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কিন্তু অন্যদের সঙ্গে একমত নন নাথান লায়ন। তাঁর মতে, অ্যাশেজে বাজবল দেখেননি তিনি।
মাংসপেশির চোটে পড়ার আগে প্রথম দুই টেস্টে একাদশে ছিলেন লায়ন। দলকে জেতাতেও সহায়তা করছেন এই অফ স্পিনার। লর্ডস টেস্টে চোটে পড়েও শেষ ব্যাটার হিসেবে খোঁড়াতে খোঁড়াতে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানের জয়ে অবদান রেখেছিলেন তিনি। ৩৫ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘জানি প্রত্যেকে বাজবল নিয়ে কথা বলবেন। তবে সত্যি বলতে, আমি যে দুই টেস্ট খেলেছি তাতে বাজবল দেখিনি। বাজবলের বিপক্ষে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলাম।’
অ্যাশেজে বাজবল কেন দেখেননি তার ব্যাখ্যাও দিয়েছেন লায়ন। অনেক আগে থেকেই আক্রমণাত্মক টেস্ট ক্রিকেট দেখে আসছেন বলে মনে করেন অভিজাত সংস্করণটিতে ৪৯৬ উইকেট নেওয়ার মালিক। ৩৫ বছর বয়সী তারকা বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট দল এবং আমাদের ব্যাটারদের দিকে তাকালেই বুঝতে পারব। ডেভিড ওয়ার্নারকে এক সেশনে সেঞ্চুরি করতে দেখেছি। সেটিও ছিল আক্রমণাত্মক ক্রিকেটের ব্র্যান্ড।’
এবারের অ্যাশেজে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েও সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। আসলে সিরিজে দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে অজিদের জিততে দেয়নি ইংল্যান্ড। নিজেদের সৃষ্টি ‘বাজবল’ তত্ত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণ খেলে সিরিজে সমতায় ফেরে তারা। বেরসিক বৃষ্টিতে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ভেস্তে না গেলে মর্যাদাপূর্ণ সিরিজটি তো ইংল্যান্ডেরই জেতার সম্ভাবনা ছিল।
ইংল্যান্ডের এই কামব্যাকের গল্পের কারণে এবারের অ্যাশেজকে সবচেয়ে সেরা সিরিজ বলা হচ্ছে। এমন খেলার ধরনে বেশ মুগ্ধ হয়েছেন অনেক দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কিন্তু অন্যদের সঙ্গে একমত নন নাথান লায়ন। তাঁর মতে, অ্যাশেজে বাজবল দেখেননি তিনি।
মাংসপেশির চোটে পড়ার আগে প্রথম দুই টেস্টে একাদশে ছিলেন লায়ন। দলকে জেতাতেও সহায়তা করছেন এই অফ স্পিনার। লর্ডস টেস্টে চোটে পড়েও শেষ ব্যাটার হিসেবে খোঁড়াতে খোঁড়াতে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানের জয়ে অবদান রেখেছিলেন তিনি। ৩৫ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘জানি প্রত্যেকে বাজবল নিয়ে কথা বলবেন। তবে সত্যি বলতে, আমি যে দুই টেস্ট খেলেছি তাতে বাজবল দেখিনি। বাজবলের বিপক্ষে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলাম।’
অ্যাশেজে বাজবল কেন দেখেননি তার ব্যাখ্যাও দিয়েছেন লায়ন। অনেক আগে থেকেই আক্রমণাত্মক টেস্ট ক্রিকেট দেখে আসছেন বলে মনে করেন অভিজাত সংস্করণটিতে ৪৯৬ উইকেট নেওয়ার মালিক। ৩৫ বছর বয়সী তারকা বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট দল এবং আমাদের ব্যাটারদের দিকে তাকালেই বুঝতে পারব। ডেভিড ওয়ার্নারকে এক সেশনে সেঞ্চুরি করতে দেখেছি। সেটিও ছিল আক্রমণাত্মক ক্রিকেটের ব্র্যান্ড।’
এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
১ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৪ ঘণ্টা আগে