নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৫ বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নামল বাংলাদেশ দল। দীর্ঘ সময় পর ওই মাঠে খেলতে নেমে, আগে ব্যাটিং করে রেকর্ড আর রেকর্ডের যেন ঢেউ তুললেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা।
মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে ওই মাঠে তাদের সর্বোচ্চ স্কোর ছিল ৮ উইকেটে ৩০০ রান। সেটি ছাড়িয়ে এবার ৫ উইকেটে ৩৩৪ রান করল তারা। সব মিলিয়ে ওই স্টেডিয়ামে যৌথ পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ এটি।
এশিয়া কাপেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এখন ৩৩৪। এত দিন এই টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ ছিল ৩২৬ রান। মিরপুরে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এই রান তুলেছিল বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ম্যাচে আবারও জোড়া সেঞ্চুরি দেখলেন সমর্থকেরা। মিরাজ ১১৯ বলে ১১২ রান করে অবসর নিলেন। ১০৫ বলে ১০৪ রান করলেন শান্ত।
তৃতীয় উইকেটে শান্ত-মিরাজ জুটি ১৯০ বলে যোগ করলেন ১৯৪ রান। ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও এখন এটি। সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি। মিরাজ-শান্তদের রেকর্ড জুটির দিনে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ দেখল বাংলাদেশ।
ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান। দ্বিতীয়টি ৩৩৮ রান। দুটোই এই বছর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল তারা। কয়েক মাসের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রানও করলেন সাকিব আল হাসানরা।
রশিদ-ফারুকিদের ওপর তাণ্ডব চালিয়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম-শামীম হোসেনরা। আফগানদের বিপক্ষে গত বছর চট্টগ্রামে ৩০৬ রান করেছিল বাংলাদেশ। এবার সেটিও ছাড়িয়ে গেলেন তাঁরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৫ বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নামল বাংলাদেশ দল। দীর্ঘ সময় পর ওই মাঠে খেলতে নেমে, আগে ব্যাটিং করে রেকর্ড আর রেকর্ডের যেন ঢেউ তুললেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা।
মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে ওই মাঠে তাদের সর্বোচ্চ স্কোর ছিল ৮ উইকেটে ৩০০ রান। সেটি ছাড়িয়ে এবার ৫ উইকেটে ৩৩৪ রান করল তারা। সব মিলিয়ে ওই স্টেডিয়ামে যৌথ পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ এটি।
এশিয়া কাপেও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এখন ৩৩৪। এত দিন এই টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ ছিল ৩২৬ রান। মিরপুরে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এই রান তুলেছিল বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ম্যাচে আবারও জোড়া সেঞ্চুরি দেখলেন সমর্থকেরা। মিরাজ ১১৯ বলে ১১২ রান করে অবসর নিলেন। ১০৫ বলে ১০৪ রান করলেন শান্ত।
তৃতীয় উইকেটে শান্ত-মিরাজ জুটি ১৯০ বলে যোগ করলেন ১৯৪ রান। ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও এখন এটি। সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি। মিরাজ-শান্তদের রেকর্ড জুটির দিনে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ দেখল বাংলাদেশ।
ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৪৯ রান। দ্বিতীয়টি ৩৩৮ রান। দুটোই এই বছর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল তারা। কয়েক মাসের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ ৩৩৪ রানও করলেন সাকিব আল হাসানরা।
রশিদ-ফারুকিদের ওপর তাণ্ডব চালিয়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম-শামীম হোসেনরা। আফগানদের বিপক্ষে গত বছর চট্টগ্রামে ৩০৬ রান করেছিল বাংলাদেশ। এবার সেটিও ছাড়িয়ে গেলেন তাঁরা।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৯ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১১ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে