Ajker Patrika

উল্টো বুমরা-ই ‘শিকার’ আনকোরা কনস্টাসের

অনলাইন ডেস্ক
বুমরাকে রিভার্স স্কুপে ছয় মেরে সবাইকে অবাক করে দিয়েছেন কনস্টারস। ছবি: টুইটার
বুমরাকে রিভার্স স্কুপে ছয় মেরে সবাইকে অবাক করে দিয়েছেন কনস্টারস। ছবি: টুইটার

একটু দেরি করে আজ ভোরে যাঁরা টিভি অন করেছেন, পর্দায় চোখ রেখেই হকচকিয়ে গেছেন। এও কী সম্ভব! যে জসপ্রীত বুমরা শিকার করেই অভ্যস্ত, বক্সিং ডে টেস্ট শুরুর দিনেই উল্টো তিনি ‘শিকার’ ব্যাটারের হাতে! আর সেই ব্যাটার একদমই আনকোরা—স্যাম কনস্টাস; বয়স ১৯ বছর ৮৫ দিন। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে এ দিনই তাঁর অভিষেক।

তখন নিজের চতুর্থ ওভারে বোলিং শুরু করেছিলেন বুমরা। প্রথম বলেই স্কুপ করে চার। পরের বলে রিভার্স স্কুপ। ছক্কা! টেস্টে ৪৪৮৩ বল পর প্রথম ছক্কা হজম বুমরার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) তখন দর্শকের হর্ষধ্বনিতে প্রকম্পিত। কিন্তু ধারাভাষ্যকার রিকি পন্টিং তখনো উৎণ্ঠিত, ‘কেউ কি ওকে বলেনি, এটা বিগব্যাশ নয়? সে কী জানে, এটা সিডনি থান্ডারের ম্যাচ নয়, গত সপ্তাহে যেখানে ব্যাট করেছিল?’

আগের ওভারগুলোতেও বুমরাকে বেশ কয়েকবারই স্কুপ করার চেষ্টা করেছিলেন। ব্যাটে-বলে হয়নি। কিন্তু কতটা আত্মবিশ্বাস থাকলে রিভার্স স্কুপেই বুমরাকে ছক্কা মারার সাহস দেখান কনস্টাস!

বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের পর সফরকারী ভারতের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টার একাদশের হয়ে খেলেছিলেন কনস্টাস। সে ম্যাচে যদিও বুমরা বল করেননি। কিন্তু তাঁর সতীর্থ পেসারদের বিরুদ্ধে স্কুপ, রিভার্স স্কুপ খেলেই সেঞ্চুরি করেছিলেন কনস্টাস। সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে লেখা হয়েছে, সে ম্যাচে তাঁর ব্যাটিং দেখে ভারতীয় বোলার-ফিল্ডাররা হেসেছিলেন। কিন্তু আজ বুমরাকে রিভার্স স্কুপে ছক্কা মারার পর সে হাসি মুছে যায় ভারতীয়দের মুখ থেকে। ততক্ষণে এটি সবার কাছেই পরিষ্কার হয়ে গিয়েছিল সে ছক্কা ‘ঝড়ে বক পড়া’ ছিল না!

বুমরার ষষ্ঠ ওভারটিকে আরও খরুচে বানিয়ে দেন কনস্টাস। সেটা এতটাই যে, বুমরাও সেটি মনে রাখবেন অনেক দিন। ২টি চার ও ১ ছক্কায় বুমরার সে ওভারে কনস্টাস তুলে নেন ১৮ রান। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম এক ওভারে এত রান দিলেন ভারতীয় পেসার।

আগের তিন টেস্টে এই বুমরারই একেকটি ডেলিভারি একেকটি মৃত্যুবাণ হয়ে ঠেকেছে অস্ট্রেলীয় ব্যাটারদের কাছে। তিন টেস্টে ৫ বার তাঁর শিকার হয়ে তো ওপেনার নাথান ম্যাকসুয়েনির ক্যারিয়ারই শুরুতেই একরকম শেষ। সেই ম্যাকসুয়েনির জায়গাতেই সুযোগ পাওয়া কনস্টাসের। সেই সুযোগটা এর চেয়ে ভালো আর কীভাবে কাজে লাগাতে পারতেন তিনি! বুমরাকে কীভাবে খেলতে হয়, কোনো কোচ তাঁর শিষ্যদের শেখাতে গিয়ে হয়তো কনস্টাসের ৬৫ বলের ইনিংসটির কথাও বলবেন। বুমরার ওপর চড়াও হয়ে খেলার কনস্টাসের দুঃসাহস বেশ আনন্দ দিয়েছে অস্ট্রেলীয় দর্শকদের। ৬৫ বলে ৬০ রান করে যখন ফেরেন কনস্টাস, তখন দর্শকদের উচ্ছ্বাসই যেন তরুণ তুর্কি ব্যাটারকে উদ্দেশ্যে করে বলছিল, ‘ব্রাভো, ব্রাভো’!

সত্যি কী ‘সাহসী’ কনস্টাস, বিশ্বের অন্যতম ভীতিজাগানিয়া পেসার বুমরার সঙ্গে যে দ্বৈরথের শুরু করলেন, সেটি দিনের খেলা শেষে অব্যাহত রাখার ঘোষণা দিলেন, ‘তাঁর (বুমরা) ওপর চাপ তৈরির চেষ্টা করেছি এবং তা কাজে দিয়েছে। আমি তাঁকে লক্ষ্যবস্তু করে খেলব। আশা করি সে ফিরে আসবে। দেখা যাক কী হয়!’

সেই ‘দেখা’টা দেখার জন্য উন্মুখ পুরো ক্রিকেট বিশ্বই। তবে গতকাল আরেকটি দ্বৈরথও দেখেছে। মাঠে বিরাট কোহলির সঙ্গে কনস্টাসের কথা-কাটাকাটি। কোহলি কাঁধে ধাক্কা দিলেও পরিণত খেলোয়াড়ের মতো সেটি সামলেছেন তিনি। অবশ্য অক্রিকেটীয় আচরণের জন্য ভারতীয় ব্যাটারের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গেছে।

কনস্টাস ছাড়াও উসমান খাজা (৫৭), মার্নাস লাবুশেন (৭২) ও স্টিভেন স্মিথ (৬৮ *) ফিফটিতে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দিন পার করেছে টস জেতা অস্ট্রেলিয়া। কনস্টাসের হাতে বাড়ি খাওয়ার পরও সবচেয়ে সফল বোলার বুমরা (৩ / ৭৫)।

টিটস-বিটস

  • অস্ট্রেলিয়ার ওপেনার হিসেবে সবচেয়ে কম ১৯ বছর ৮৫ দিন বয়সে অভিষেক।
  • ১৯৫৩ সালের পর টেস্ট অভিষেকে ফিফটি করা প্রথম অস্ট্রেলিয়ান।
  • বুমরার এক স্পেলে সবচেয়ে বেশি রান করা ব্যাটার কনস্টাস।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত