নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিম ইকবাল ওয়ানডের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের দুই মাস আগে এই অলরাউন্ডারই ছিলেন অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পছন্দ। শেষ পর্যন্ত সাকিবকেই ওয়ানডে সংস্করণেরও দায়িত্ব দেওয়া হয়।
সাকিব অবশ্য তখন দেশে ছিলেন না। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলছিলেন শ্রীলঙ্কায়। বোর্ড পরিচালকদের সঙ্গে বসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব নিয়েছিলেন অধিনায়কত্বের তালিকায় থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলা এবং অধিনায়ক ঠিক করার। শেষ পর্যন্ত সাকিবকেই তিনি রাজি করিয়েছেন।
মূলত নাজমুল হাসান পাপনের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কী কথা হয়েছিল? এই প্রশ্নটা এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনেও করা হয়। সাকিব অবশ্য বড় বর্ণনায় যাননি। বললেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হলো, আলাপ-আলোচনা হলো। তারপর তো পাপন ভাই ঘোষণা করল।’
আবারও ওয়ানডে অধিনায়ক হওয়ার পর আজই প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন সাকিব। আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হবেন তাঁরা। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। তবে দেশে এসে দলের সঙ্গে অনুশীলন করা হয়নি সাকিবের। ক্যাম্পের শেষ দিন সভায় বসেছিলেন খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে।
অধিনায়ক সাকিবের সঙ্গে প্রথম সভায় কী কথা হয়েছিল খেলোয়াড় ও কোচিং স্টাফদের? সাকিব বললেন, ‘দলের সঙ্গে মিটিংয়ে যা হয়েছে, ওই দিন মূলত কোচিং স্টাফদেরই কথা হয়েছে। তারাই কথা বলেছে। আমার খুব বেশি একটা কথা বলতে হয় না। এমন না যে খুব বেশি খেলোয়াড় নতুন আসছে, যাদেরকে আমি চিনি না। বেশির ভাগকে আমি অনেক দিন ধরে চিনি। বেশির ভাগই আমার অধীনে খেলেছে। বা আমি তাদের অধীনে খেলেছি। সুতরাং, খুব বেশি একটা মানিয়ে নেওয়ার দরকার আছে বলে মনে হয় না।’
সাকিব বলেন, ‘আর যে দু-একজন নতুন খেলোয়াড় এসেছে, আমার মনে হয় তাদেরও আমার সম্পর্কে ভালো ধারণা আছে। আমার ও কোচিং স্টাফেরও ভালো ধারণা আছে। সুতরাং, এখানে আসলে মানিয়ে নেওয়ার খুব একটা দিক আছে বলে মনে হয় না। সবাই জানে কার কার দায়িত্ব কী। যেহেতু আমাদের ক্রিকেটিং একটা সংস্কৃতি আছে বা তৈরি করার চেষ্টা করছি। ওই জায়গা থেকে সবাই জানে, যার যার জায়গা থেকে কাজটা বা কী করতে হবে ড্রেসিংরুমে।’
তামিম ইকবাল ওয়ানডের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের দুই মাস আগে এই অলরাউন্ডারই ছিলেন অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পছন্দ। শেষ পর্যন্ত সাকিবকেই ওয়ানডে সংস্করণেরও দায়িত্ব দেওয়া হয়।
সাকিব অবশ্য তখন দেশে ছিলেন না। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলছিলেন শ্রীলঙ্কায়। বোর্ড পরিচালকদের সঙ্গে বসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব নিয়েছিলেন অধিনায়কত্বের তালিকায় থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলা এবং অধিনায়ক ঠিক করার। শেষ পর্যন্ত সাকিবকেই তিনি রাজি করিয়েছেন।
মূলত নাজমুল হাসান পাপনের সঙ্গে অধিনায়ক ইস্যুতে কী কথা হয়েছিল? এই প্রশ্নটা এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলনেও করা হয়। সাকিব অবশ্য বড় বর্ণনায় যাননি। বললেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হলো, আলাপ-আলোচনা হলো। তারপর তো পাপন ভাই ঘোষণা করল।’
আবারও ওয়ানডে অধিনায়ক হওয়ার পর আজই প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন সাকিব। আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা হবেন তাঁরা। ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। তবে দেশে এসে দলের সঙ্গে অনুশীলন করা হয়নি সাকিবের। ক্যাম্পের শেষ দিন সভায় বসেছিলেন খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে।
অধিনায়ক সাকিবের সঙ্গে প্রথম সভায় কী কথা হয়েছিল খেলোয়াড় ও কোচিং স্টাফদের? সাকিব বললেন, ‘দলের সঙ্গে মিটিংয়ে যা হয়েছে, ওই দিন মূলত কোচিং স্টাফদেরই কথা হয়েছে। তারাই কথা বলেছে। আমার খুব বেশি একটা কথা বলতে হয় না। এমন না যে খুব বেশি খেলোয়াড় নতুন আসছে, যাদেরকে আমি চিনি না। বেশির ভাগকে আমি অনেক দিন ধরে চিনি। বেশির ভাগই আমার অধীনে খেলেছে। বা আমি তাদের অধীনে খেলেছি। সুতরাং, খুব বেশি একটা মানিয়ে নেওয়ার দরকার আছে বলে মনে হয় না।’
সাকিব বলেন, ‘আর যে দু-একজন নতুন খেলোয়াড় এসেছে, আমার মনে হয় তাদেরও আমার সম্পর্কে ভালো ধারণা আছে। আমার ও কোচিং স্টাফেরও ভালো ধারণা আছে। সুতরাং, এখানে আসলে মানিয়ে নেওয়ার খুব একটা দিক আছে বলে মনে হয় না। সবাই জানে কার কার দায়িত্ব কী। যেহেতু আমাদের ক্রিকেটিং একটা সংস্কৃতি আছে বা তৈরি করার চেষ্টা করছি। ওই জায়গা থেকে সবাই জানে, যার যার জায়গা থেকে কাজটা বা কী করতে হবে ড্রেসিংরুমে।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৫ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৭ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে