রুবেল থাকছেন, দেশে ফিরছেন বিপ্লব

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০০: ৩৩
Thumbnail image

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে ১৫ জন ও অতিরিক্ত দুজন রেখে দল ঘোষণা করেছিল বিসিবি। দলে পরিবর্তন আনতে আইসিসির বেঁধে দেওয়া সময়ের এক দিন আগে মূল দলে পরিবর্তন না আনলেও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লব দেশে ফিরছেন। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে এখন শুধু রুবেল হোসেনই থাকছেন। 

মূল দলের কেউ চোটে পড়লে তার জায়গায় সুযোগ পাবেন রুবেল। ৩১ বছর বয়সী এই পেসার সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন প্রায় সাড়ে চার মাস আগে। মাঝের এই সময়টায় ম্যাচ খেলার সুযোগ না পেলেও অবশ্য দলের সঙ্গেই ছিলেন। 

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে গতকাল ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৬০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশ দলের দুবাইয়ে পৌঁছার কথা। সেখানে ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৪ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল। 

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল: 
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, ও নাসুম আহমেদ, 

অতিরিক্ত খেলোয়াড়: রুবেল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত