নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাঁচ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। নিজেকে ফিরে পাওয়ার ম্যাচে নেলসনে খেলেছেন ক্যারিয়ার-সেরা ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস। তাতেও অবশ্য বাংলাদেশ দল জেতেনি। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরে সিরিজই খুইয়েছে সফরকারীরা।
তাই বেশ লম্বা সময় পর সেঞ্চুরি করলেও সৌম্যর আক্ষেপ দলের হারে, ‘আমি সেঞ্চুরিতে খুশি, কিন্তু দল হেরে যাওয়ায় খারাপ লাগছে। আমরা যদি জিততাম, সেঞ্চুরি আরও স্পেশাল হতো।’
সেক্সটন ওভালে কিউই পেসারদের তোপে ৪৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ দল। এনামুল হক বিজয় ২, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ফেরেন সমান ৬ রানে। ওপেনিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত এক সৌম্য রইলেন দাঁড়িয়ে। সতীর্থের আসা-যাওয়ার মিছিলে রানের গতি সচল রাখেন এই বাঁহাতি ব্যাটার।
৮০ রানে বাংলাদেশ তাওহীদ হৃদয়ের (১২) উইকেটও হারায়। গুরুত্বপূর্ণ ৪টি উইকেট হারিয়ে ধুঁকছিল তখন অতিথিরা। মূলত পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৯১ রানের জুটিতে বিপর্যয় সামলে ওঠে তারা। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ফিফটি পেরোনো আরেকটি জুটির কল্যাণে ২৯১ রান তোলে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১ বল আগেই অলআউট হয় বাংলাদেশ। সৌম্য ফেরেন ৫০তম ওভারের প্রথম বলে। উইলিয়াম ও’রোয়ার্কের বলে আউট হওয়ার আগে ১৫১ বলে ১৬৯ রানে থামে তাঁর অসাধারণ ইনিংস। মেরেছেন ২২টি চার ও ২টি ছক্কার বাউন্ডারি।
সৌম্যর মতে, পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে ম্যাচের ফল ভিন্নও হতে পারত। ম্যাচ-সেরা হয়ে এই ওপেনার বললেন, ‘পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতেও পারত। মাঝে আমরা দুটি জুটি পেয়েছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারিয়েছি। যদি তা না হতো, তাহলে আমরা ভালো স্কোর পেতাম।’
নিজের ইনিংস আর দিনের প্রিয় শট নিয়ে সৌম্য বললেন, ‘আমরা নেটে কঠিন অনুশীলন করছি। অনেক দিন পর দলে আসছি। খুব বেশি ভাবছি না, শুধু বল দেখছি আর নিজের খেলাটা খেলার চেষ্টা করছি। (দিনের প্রিয় শট) আমার মনে হয় মিড-উইকেটের ওপর দিয়ে পুল শটটা হবে।’
পাঁচ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার। নিজেকে ফিরে পাওয়ার ম্যাচে নেলসনে খেলেছেন ক্যারিয়ার-সেরা ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস। তাতেও অবশ্য বাংলাদেশ দল জেতেনি। দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরে সিরিজই খুইয়েছে সফরকারীরা।
তাই বেশ লম্বা সময় পর সেঞ্চুরি করলেও সৌম্যর আক্ষেপ দলের হারে, ‘আমি সেঞ্চুরিতে খুশি, কিন্তু দল হেরে যাওয়ায় খারাপ লাগছে। আমরা যদি জিততাম, সেঞ্চুরি আরও স্পেশাল হতো।’
সেক্সটন ওভালে কিউই পেসারদের তোপে ৪৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ দল। এনামুল হক বিজয় ২, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ফেরেন সমান ৬ রানে। ওপেনিংয়ে নেমে শেষ ওভার পর্যন্ত এক সৌম্য রইলেন দাঁড়িয়ে। সতীর্থের আসা-যাওয়ার মিছিলে রানের গতি সচল রাখেন এই বাঁহাতি ব্যাটার।
৮০ রানে বাংলাদেশ তাওহীদ হৃদয়ের (১২) উইকেটও হারায়। গুরুত্বপূর্ণ ৪টি উইকেট হারিয়ে ধুঁকছিল তখন অতিথিরা। মূলত পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৯১ রানের জুটিতে বিপর্যয় সামলে ওঠে তারা। এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ফিফটি পেরোনো আরেকটি জুটির কল্যাণে ২৯১ রান তোলে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১ বল আগেই অলআউট হয় বাংলাদেশ। সৌম্য ফেরেন ৫০তম ওভারের প্রথম বলে। উইলিয়াম ও’রোয়ার্কের বলে আউট হওয়ার আগে ১৫১ বলে ১৬৯ রানে থামে তাঁর অসাধারণ ইনিংস। মেরেছেন ২২টি চার ও ২টি ছক্কার বাউন্ডারি।
সৌম্যর মতে, পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে ম্যাচের ফল ভিন্নও হতে পারত। ম্যাচ-সেরা হয়ে এই ওপেনার বললেন, ‘পাওয়ার প্লেতে ৩ উইকেট না হারালে হয়তো ম্যাচের ফল ভিন্ন হতেও পারত। মাঝে আমরা দুটি জুটি পেয়েছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারিয়েছি। যদি তা না হতো, তাহলে আমরা ভালো স্কোর পেতাম।’
নিজের ইনিংস আর দিনের প্রিয় শট নিয়ে সৌম্য বললেন, ‘আমরা নেটে কঠিন অনুশীলন করছি। অনেক দিন পর দলে আসছি। খুব বেশি ভাবছি না, শুধু বল দেখছি আর নিজের খেলাটা খেলার চেষ্টা করছি। (দিনের প্রিয় শট) আমার মনে হয় মিড-উইকেটের ওপর দিয়ে পুল শটটা হবে।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে