ক্রীড়া ডেস্ক
সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন সূর্যকুমার যাদব ও ইশান কিষান। সাদা বলের ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার যেন তাঁরা পেলেন টেস্ট দলে ডাক পেয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা করে নিলেন এ দুই ভারতীয় ক্রিকেটার।
ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। আর ভারত গতকাল প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে, যেখানে ভারতের জার্সিতে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন সূর্যকুমার ও ইশান। সূর্য প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯ ম্যাচে ৪৪.৭৫ গড়ে করেছেন ৫৫৪৯ রান। করেছেন ১৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটি। আর ইশান প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ ম্যাচে ৩৮.৭৬ গড়ে ২৯৮৫ রান করেছেন। ৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৬ ফিফটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। রোহিত গত বছরের ডিসেম্বরে আঙুলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। বরাবরের মতো এই দলেও জায়গা হয়নি জসপ্রীত বুমরার। আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। তবে বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডারকে নেওয়া হয়েছে ফিটনেস সাপেক্ষে।
৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি শুরু হবে দিল্লিতে। ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম দুই টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, চেতেশ্বর পূজারা, ইশান কিশান (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে)
সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন সূর্যকুমার যাদব ও ইশান কিষান। সাদা বলের ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার যেন তাঁরা পেলেন টেস্ট দলে ডাক পেয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা করে নিলেন এ দুই ভারতীয় ক্রিকেটার।
ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। আর ভারত গতকাল প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে, যেখানে ভারতের জার্সিতে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন সূর্যকুমার ও ইশান। সূর্য প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯ ম্যাচে ৪৪.৭৫ গড়ে করেছেন ৫৫৪৯ রান। করেছেন ১৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটি। আর ইশান প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ ম্যাচে ৩৮.৭৬ গড়ে ২৯৮৫ রান করেছেন। ৬ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৬ ফিফটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। রোহিত গত বছরের ডিসেম্বরে আঙুলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। বরাবরের মতো এই দলেও জায়গা হয়নি জসপ্রীত বুমরার। আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। তবে বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডারকে নেওয়া হয়েছে ফিটনেস সাপেক্ষে।
৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট ১৭ ফেব্রুয়ারি শুরু হবে দিল্লিতে। ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রথম দুই টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, চেতেশ্বর পূজারা, ইশান কিশান (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে)
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে