Ajker Patrika

আগের মতোই ভারত, পড়েছে কঠিন বিপর্যয়ে

ক্রীড়া ডেস্ক    
প্রথম দিন শেষে ৪ উইকেটে ৮৬ রান করেছে ভারত। ছবি: এএফপি
প্রথম দিন শেষে ৪ উইকেটে ৮৬ রান করেছে ভারত। ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টেস্টে হেরে সিরিজ ইতিমধ্যে হেরেছে ভারত। মুম্বাইয়ে আজ থেকে শুরু হয়েছে সিরিজের শেষ টেস্ট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণি জাদুতে কিউইদের ২৩৫ রানেই প্রথম ইনিংসে আটকে রাখে ভারত।

তবে শেষ বিকেলে তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ভারতও পড়েছে বিপর্যয়ে। ৪ উইকেটে ৮৬ রান দিন শেষ করেছে ভারত। নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে এখনো ১৪৯ রানে। এরই মধ্যে ফিরেছেন রোহিত শর্মা (১৮), যশস্বী জয়সওয়াল (৩০), নাইটওয়াচম্যান মোহাম্মদ সিরাজ (০) ও রানআউট হন বিরাট কোহলি (৪)। দুটি উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল।

তার আগে ধবলধোলাই করার লক্ষ্য নিয়ে শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। শুরুটা অবশ্য ভালো ছিল না তাদের। ৭২ রানেই হারিয়েছে ৩ উইকেট। চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও উইল ইয়ং গড়েছেন ৮৭ রানের দারুণ এক জুটি।

মিচেল-ইয়ংয়ের জুটিতেই শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। দলীয় ১৫৯ রানে ইয়ংকে ফিরিয়ে ভারতকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন জাদেজা। ১৩৮ বলে ৭১ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন এই ব্যাটার।

তারপর আবারও দ্রুত উইকেট হারাতে থাকে কিউইরা। মিচেল একপ্রান্ত আগলে লড়াই করলেও অন্য ব্যাটাররা সেভাবে সঙ্গ দিতে পারেননি তাঁকে। নবম উইকেট হিসেবে ফেরেন মিচেল। ১২৯ বলে ৮২ রান আসে তাঁর ব্যাট থেকে।

৫ উইকেট শিকার করে জাদেজা ছাড়িয়ে গেছেন জহির খানকে। টেস্টে সাবেক ভারতীয় পেসার নিয়েছেন ৩১১ উইকেট। ৭৭ টেস্টে জাদেজের নামের পাশে এখন ৩১৪ উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় যা পঞ্চম। আগের দুই টেস্টেও প্রথম ইনিংসে পিছিয়ে পড়েছিল ভারত। বাটিংয়ে ছন্দ পাচ্ছেন না টপ অর্ডার ব্যাটাররা। এবারও শুরুটা ভালো হয়নি তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত