নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিনে কত কিছুই দেখে ফেলেছেন স্কুল ক্রিকেটার সিফাত শাহরিয়ার। মূল ভূমিকা তাঁর পেস বোলিং। কিন্তু দলের বিপর্যয়ে ঢাল হয়ে পুরোদস্তুর ব্যাটারের মতো খেলে তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি।
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে সিফাতের সেঞ্চুরিতে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। বিপত্তি বোলিংয়ের সময়, খেলার মাঝপথে হিট স্ট্রোক করলে হাসপাতালে নেওয়া হয় সিফাতকে। হাসপাতালের বেড থেকেই শুনলেন সরকারি কেজি ইউনিয়ন হাই স্কুলকে ১৮৭ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল বাসাবো।
১১৫ বলে ১৪৮ রানের অসাধারণ ইনিংস খেলা সিফাত হয়েছেন ফাইনালে ম্যাচসেরা। তবে সে পুরস্কার নিজের হাতে গ্রহণ করার সুযোগ হয়নি তাঁর। গত পরশু হওয়ার কথা ছিল স্কুল ক্রিকেটের ফাইনাল। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে একদিন পিছিয়ে সেটি হয়েছে আজ।
পিরোজপুরের কেজি ইউনিয়ন হাই স্কুল টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকার বাসাবো স্কুল এন্ড কলেজকে। নুর আহমেদ সিয়াম রাতুল-ফয়জুল্লাহদের বোলিং তোপে ৪১ রানে ৬ উইকেট হারায় বাসাবো। বিপর্যয়ে হাল ধরেন আগের সব ম্যাচ মিলিয়ে ৪৪ রান করা ৮ নম্বর ব্যাটার সিফাত। এই ক্রিকেটারই খেলেছেন ম্যাচ পার্থক্য গড়ে দেওয়া ইনিংস! ৯টি চার ও ৬টি ছক্কায় খেলেছেন ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস। বাসাবোর স্কোরবোর্ডে জমা হয় ৮ উইকেটে ২৮৬ রান।
বোলার সিফাতের ব্যাটিং তাণ্ডবে কিছুটা অবাক বাসাবোর কোচ মোস্তাফিজুর রহমান, ‘পুরোপুরি অবাক! ওর বোলিংয়ের ক্যারিশমা অনেক ভালো। সব ধরনের বলও করতে পারে। ব্যাটিংও একদমই পারে না, এমন নয়। যত সময় গেছে, তাকে দেখে মনে হয়েছে অনেক ভালো ব্যাটার। তবে আমার দৃষ্টিতে সে এত বড় ব্যাটার নয় (হাসি)।’
বাসাবো স্কুলের স্পিনার মোহাম্মদ হোসেনের হ্যাটট্রিকে ভালো জবাবও দিতে পারেনি কেজি ইউনিয়ন। গুটিয়ে গেছে তারা ৯৯ রানে। ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হোসেন। তীব্র গরমে লম্বা সময়ের ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসে ৫ বল করেই হিট স্ট্রোকে করেন সিফাত। কোচ অবশ্য জানিয়েছেন, এখন ভালো আছেন সিফাত।
একদিনে কত কিছুই দেখে ফেলেছেন স্কুল ক্রিকেটার সিফাত শাহরিয়ার। মূল ভূমিকা তাঁর পেস বোলিং। কিন্তু দলের বিপর্যয়ে ঢাল হয়ে পুরোদস্তুর ব্যাটারের মতো খেলে তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি।
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে সিফাতের সেঞ্চুরিতে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। বিপত্তি বোলিংয়ের সময়, খেলার মাঝপথে হিট স্ট্রোক করলে হাসপাতালে নেওয়া হয় সিফাতকে। হাসপাতালের বেড থেকেই শুনলেন সরকারি কেজি ইউনিয়ন হাই স্কুলকে ১৮৭ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল বাসাবো।
১১৫ বলে ১৪৮ রানের অসাধারণ ইনিংস খেলা সিফাত হয়েছেন ফাইনালে ম্যাচসেরা। তবে সে পুরস্কার নিজের হাতে গ্রহণ করার সুযোগ হয়নি তাঁর। গত পরশু হওয়ার কথা ছিল স্কুল ক্রিকেটের ফাইনাল। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে একদিন পিছিয়ে সেটি হয়েছে আজ।
পিরোজপুরের কেজি ইউনিয়ন হাই স্কুল টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকার বাসাবো স্কুল এন্ড কলেজকে। নুর আহমেদ সিয়াম রাতুল-ফয়জুল্লাহদের বোলিং তোপে ৪১ রানে ৬ উইকেট হারায় বাসাবো। বিপর্যয়ে হাল ধরেন আগের সব ম্যাচ মিলিয়ে ৪৪ রান করা ৮ নম্বর ব্যাটার সিফাত। এই ক্রিকেটারই খেলেছেন ম্যাচ পার্থক্য গড়ে দেওয়া ইনিংস! ৯টি চার ও ৬টি ছক্কায় খেলেছেন ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস। বাসাবোর স্কোরবোর্ডে জমা হয় ৮ উইকেটে ২৮৬ রান।
বোলার সিফাতের ব্যাটিং তাণ্ডবে কিছুটা অবাক বাসাবোর কোচ মোস্তাফিজুর রহমান, ‘পুরোপুরি অবাক! ওর বোলিংয়ের ক্যারিশমা অনেক ভালো। সব ধরনের বলও করতে পারে। ব্যাটিংও একদমই পারে না, এমন নয়। যত সময় গেছে, তাকে দেখে মনে হয়েছে অনেক ভালো ব্যাটার। তবে আমার দৃষ্টিতে সে এত বড় ব্যাটার নয় (হাসি)।’
বাসাবো স্কুলের স্পিনার মোহাম্মদ হোসেনের হ্যাটট্রিকে ভালো জবাবও দিতে পারেনি কেজি ইউনিয়ন। গুটিয়ে গেছে তারা ৯৯ রানে। ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হোসেন। তীব্র গরমে লম্বা সময়ের ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসে ৫ বল করেই হিট স্ট্রোকে করেন সিফাত। কোচ অবশ্য জানিয়েছেন, এখন ভালো আছেন সিফাত।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৫ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৫ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৭ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে