ক্রীড়া ডেস্ক
মাইলফলকটা ছুঁয়ে ফেলতে পারতেন আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই। সীমিত ওভারের স্বীকৃত এ ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মালিক হতে বিরাট কোহলির দরকার ছিল ৩৫ রান। কিন্তু লক্ষ্য তাড়া করে ভারত সিরিজ নিজের করে নিলেও আক্ষেপে পুড়তে হয় তাঁকে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ফেরেন ২৯ রানে। আজ এই কীর্তিটা গড়ার সুযোগ আগেভাগেই পেয়েছিলেন ভারতীয় ব্যাটার। কিন্তু অপেক্ষাটা বেড়ে গেল আবারও। ফরিদ আহমেদের বলে ‘গোল্ডেন ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন কোহলি। ১২ হাজার রানের মাইলফলক ছুঁতে ৬ রানের অপেক্ষাটা আরেকটু বাড়ল তাঁর।
স্বীকৃত টি-টোয়েন্টিতে কোহলির রান ৩৫৯ ইনিংসে ১১৯৯৪। তাঁর ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (৫৬৮ ইনিংসে ১২৪৫৪ রান), পাকিস্তানের শোয়েব মালিক (৪৮৬ ইনিংসে ১২৯৯৩ রান) ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৪৫৫ ইনিংসে ১৪৫৬২)।
আজ বেঙ্গালুরুতে আফগানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৩ ওভারে ৪ উইকেটে ১২২ রান করেছে ভারত।
মাইলফলকটা ছুঁয়ে ফেলতে পারতেন আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই। সীমিত ওভারের স্বীকৃত এ ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মালিক হতে বিরাট কোহলির দরকার ছিল ৩৫ রান। কিন্তু লক্ষ্য তাড়া করে ভারত সিরিজ নিজের করে নিলেও আক্ষেপে পুড়তে হয় তাঁকে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ফেরেন ২৯ রানে। আজ এই কীর্তিটা গড়ার সুযোগ আগেভাগেই পেয়েছিলেন ভারতীয় ব্যাটার। কিন্তু অপেক্ষাটা বেড়ে গেল আবারও। ফরিদ আহমেদের বলে ‘গোল্ডেন ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন কোহলি। ১২ হাজার রানের মাইলফলক ছুঁতে ৬ রানের অপেক্ষাটা আরেকটু বাড়ল তাঁর।
স্বীকৃত টি-টোয়েন্টিতে কোহলির রান ৩৫৯ ইনিংসে ১১৯৯৪। তাঁর ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (৫৬৮ ইনিংসে ১২৪৫৪ রান), পাকিস্তানের শোয়েব মালিক (৪৮৬ ইনিংসে ১২৯৯৩ রান) ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৪৫৫ ইনিংসে ১৪৫৬২)।
আজ বেঙ্গালুরুতে আফগানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৩ ওভারে ৪ উইকেটে ১২২ রান করেছে ভারত।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে