Ajker Patrika

‘ডাক’ মারায় আবারও অপেক্ষা বাড়ল কোহলির

ক্রীড়া ডেস্ক
‘ডাক’ মারায় আবারও অপেক্ষা বাড়ল কোহলির

মাইলফলকটা ছুঁয়ে ফেলতে পারতেন আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই। সীমিত ওভারের স্বীকৃত এ ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মালিক হতে বিরাট কোহলির দরকার ছিল ৩৫ রান। কিন্তু লক্ষ্য তাড়া করে ভারত সিরিজ নিজের করে নিলেও আক্ষেপে পুড়তে হয় তাঁকে। 

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ফেরেন ২৯ রানে। আজ এই কীর্তিটা গড়ার সুযোগ আগেভাগেই পেয়েছিলেন ভারতীয় ব্যাটার। কিন্তু অপেক্ষাটা বেড়ে গেল আবারও। ফরিদ আহমেদের বলে ‘গোল্ডেন ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন কোহলি। ১২ হাজার রানের মাইলফলক ছুঁতে ৬ রানের অপেক্ষাটা আরেকটু বাড়ল তাঁর। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে কোহলির রান ৩৫৯ ইনিংসে ১১৯৯৪। তাঁর ওপরে আছে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (৫৬৮ ইনিংসে ১২৪৫৪ রান), পাকিস্তানের শোয়েব মালিক (৪৮৬ ইনিংসে ১২৯৯৩ রান) ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (৪৫৫ ইনিংসে ১৪৫৬২)। 

আজ বেঙ্গালুরুতে আফগানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৩ ওভারে ৪ উইকেটে ১২২ রান করেছে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত