ক্রীড়া ডেস্ক
ব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের আরেক তারকা বিরাট কোহলি।
আজ এমসিজিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। আমন্ত্রণ জানানো হয়েছিল অস্ট্রেলীয় সাংবাদিকদেরও। কিন্তু তাঁদের প্রশ্ন করারই কোনো সুযোগ দেওয়া হয়নি। আর জাদেজা যতক্ষণ ছিলেন সংবাদ সম্মেলনে, ভারতীয় সাংবাদিকদেরই উত্তর দিয়েছেন, সেটাও হিন্দিতে। এই ঘটনা নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে রিপোর্টারদের সঙ্গে ভারতীয় শিবিরের বৈরিতায় উত্তেজনা বাড়ছে।
বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১-এ সমতায় থাকায় এমনিতেই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেটি আরও বাড়িয়ে দিয়েছে মাঠের বাইরের এ সব ঘটনা। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এমসিজিতে জাদেজা মিডিয়ার সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
চলতি অস্ট্রেলিয়া সফরেই ভারত যে সব সংবাদ সম্মেলন করেছে, সেখানে ইংরেজিতে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে শুরু হয়েছে। পরে হিন্দিতে প্রশ্নোত্তর হয়েছে। কিন্তু আজ ছিল পুরোপুরি ব্যতিক্রম।
নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে সংবাদ সম্মেলনে আসেন জাদেজা। এবং হিন্দিতে উত্তর দিতে থাকেন। মাত্র ৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। অস্ট্রেলীয় এক সাংবাদিক প্রশ্ন করার জন্য লাইনে থাকলেও তাঁকে জানানো হয়, ‘সময় নেই’। বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের টেস্ট ২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্নে।
ব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের আরেক তারকা বিরাট কোহলি।
আজ এমসিজিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। আমন্ত্রণ জানানো হয়েছিল অস্ট্রেলীয় সাংবাদিকদেরও। কিন্তু তাঁদের প্রশ্ন করারই কোনো সুযোগ দেওয়া হয়নি। আর জাদেজা যতক্ষণ ছিলেন সংবাদ সম্মেলনে, ভারতীয় সাংবাদিকদেরই উত্তর দিয়েছেন, সেটাও হিন্দিতে। এই ঘটনা নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে রিপোর্টারদের সঙ্গে ভারতীয় শিবিরের বৈরিতায় উত্তেজনা বাড়ছে।
বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১-এ সমতায় থাকায় এমনিতেই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেটি আরও বাড়িয়ে দিয়েছে মাঠের বাইরের এ সব ঘটনা। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এমসিজিতে জাদেজা মিডিয়ার সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
চলতি অস্ট্রেলিয়া সফরেই ভারত যে সব সংবাদ সম্মেলন করেছে, সেখানে ইংরেজিতে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে শুরু হয়েছে। পরে হিন্দিতে প্রশ্নোত্তর হয়েছে। কিন্তু আজ ছিল পুরোপুরি ব্যতিক্রম।
নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে সংবাদ সম্মেলনে আসেন জাদেজা। এবং হিন্দিতে উত্তর দিতে থাকেন। মাত্র ৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। অস্ট্রেলীয় এক সাংবাদিক প্রশ্ন করার জন্য লাইনে থাকলেও তাঁকে জানানো হয়, ‘সময় নেই’। বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের টেস্ট ২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্নে।
মেয়েদের ক্রিকেটে আর্থিক সুযোগ-সুবিধা বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত ১৮ নারী ক্রিকেটারের বেতন ১০ থেকে ২০ হাজার টাকা বাড়ছে। কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ নারী ক্রিকেটারকে বেতনভুক্ত করা হয়েছে।
৯ ঘণ্টা আগেদুই সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশ আবারও ফাইনালে মুখোমুখি। দুবাইয়ের পর কুয়ালালামপুরের বেইউমাস ওভালও অপেক্ষা করে আছে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট রোমাঞ্চ দেখতে। ৮ ডিসেম্বর দুবাই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশের যুবারা।
১০ ঘণ্টা আগেহেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
১২ ঘণ্টা আগেদুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। চ্যাম্পিয়ন যুব দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১২ ঘণ্টা আগে