নিউজিল্যান্ড সফরেও স্পিন কোচ নেই বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১: ৩০
Thumbnail image

যখন দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চলছে ‘ঘূর্ণিযুদ্ধ’, তখন বাংলাদেশ দলের স্পিনাররা ‘অভিভাবকহীন’। অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচ হিসেবে কোরি কলিমোর আছেন। ব্যাটারদের পরামর্শ দিচ্ছেন হাইপারফরম্যান্স দলের প্রধান কোচ ডেভিড হেম্প। তবে স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদদের টেকনিক্যাল বিষয়ে ‘গাইড’ করার মতো এখন কোনো স্পিন কোচ নেই। 

রঙ্গনা হেরাথের চুক্তির মেয়াদ গত ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ায় সিলেট টেস্ট শেষে নিজ দেশে ফিরে গেছেন লঙ্কান কিংবদন্তি। মিরপুর টেস্টে দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন কোনো স্পিন কোচ রাখেনি বিসিবি। সিরিজের শেষ টেস্টে নিজেদের এত দিনের অভিজ্ঞতার ওপর ভরসা করতে হবে তাইজুলদের। 

এখানেই শেষ নয়, নিজেদের মাঠে টেস্ট সিরিজ শেষ হলেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে ফিরতি সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে রাকিবুল হাসান, হাসান মুরাদ ও তানভীর হাসানের মতো তরুণ স্পিনাররা রয়েছেন দলে। নিউজিল্যান্ডের পেস বোলিং সহায়ক কন্ডিশনে এমনিতেই খাবি খেতে হয় অভিজ্ঞ স্পিনারদের। এই সফরেও কোনো স্পিন বোলিং কোচ থাকছে না বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। যদিও অন্তর্বর্তীকালীন হিসেবে স্থানীয় স্পিন কোচ সোহেল ইসলামের কথা বলেছিলেন বোর্ড পরিচালকদের কেউ কেউ। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সোহেল যাচ্ছেন না এই সফরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত