ক্রীড়া ডেস্ক
রবীন্দ্র জাদেজার নেতৃত্বে হাবুডুবু খেতে থাকা চেন্নাই সুপার কিংসকে বাঁচাতে আবারও দলের হাল ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ছাড়া দলের কী হাল হয় বুঝতে পেরে আগামী বছরও চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ার ঝুঁকি নিচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক।
এবারের টুর্নামেন্টে শুধু ক্রিকেটার হিসেবেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই দলে খেলার কথা ছিল ধোনি। নেতৃত্বে ছিলেন জাদেজা। প্রথম আট ম্যাচে তলানিতে থাকা চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন জাদেজা। দলকে টেনে তুলতে ১ মে আবারও নেতৃত্বে ফেরেন ধোনি। ফিরেই দলকে ফেরান জয়ের পথে। পরের মৌসুমেও তাই থাকবেন বলে ইয়ান বিশপকে জানিয়েছেন চেন্নাইকে চার শিরোপা জেতানো অধিনায়ক।
বিশপের সঙ্গে আলাপচারিতায় স্টার স্পোর্টসকে ধোনি বলেছেন, ‘অবশ্যই আমি আগামী বছর খেলব। কারণ খুবই সাধারণ: চেন্নাইয়ের হয়ে না খেলাটা আর সমর্থকদের ধন্যবাদ না জানানোটা হবে অন্যায়। তবে আগামী বছরই আমার শেষ বছর কিনা সেটা বলা কঠিন কারণ দুই বছরের মধ্যে কিছু একটা অনুমান করা যায় না। তবে কঠিন পরিশ্রম করেই আমি আগামী বছর খেলব।’
নিজের কথাতেই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ধোনি। বয়স ৪১ বছর চললেও এখনই যাচ্ছেন না অবসরে। নতুন করে নেতৃত্বে ফেরার দিনেও এখনই ‘অবসর’ নয় বলে ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে জানিয়েছিলেন ভারতকে দুই বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
১৪ ম্যাচে মাত্র চার জয়ে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান চারবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের। ৬ পয়েন্টে সবার নিচে পাঁচবারের সেরা মুম্বাই ইন্ডিয়ানস।
রবীন্দ্র জাদেজার নেতৃত্বে হাবুডুবু খেতে থাকা চেন্নাই সুপার কিংসকে বাঁচাতে আবারও দলের হাল ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ছাড়া দলের কী হাল হয় বুঝতে পেরে আগামী বছরও চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ার ঝুঁকি নিচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক।
এবারের টুর্নামেন্টে শুধু ক্রিকেটার হিসেবেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই দলে খেলার কথা ছিল ধোনি। নেতৃত্বে ছিলেন জাদেজা। প্রথম আট ম্যাচে তলানিতে থাকা চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন জাদেজা। দলকে টেনে তুলতে ১ মে আবারও নেতৃত্বে ফেরেন ধোনি। ফিরেই দলকে ফেরান জয়ের পথে। পরের মৌসুমেও তাই থাকবেন বলে ইয়ান বিশপকে জানিয়েছেন চেন্নাইকে চার শিরোপা জেতানো অধিনায়ক।
বিশপের সঙ্গে আলাপচারিতায় স্টার স্পোর্টসকে ধোনি বলেছেন, ‘অবশ্যই আমি আগামী বছর খেলব। কারণ খুবই সাধারণ: চেন্নাইয়ের হয়ে না খেলাটা আর সমর্থকদের ধন্যবাদ না জানানোটা হবে অন্যায়। তবে আগামী বছরই আমার শেষ বছর কিনা সেটা বলা কঠিন কারণ দুই বছরের মধ্যে কিছু একটা অনুমান করা যায় না। তবে কঠিন পরিশ্রম করেই আমি আগামী বছর খেলব।’
নিজের কথাতেই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ধোনি। বয়স ৪১ বছর চললেও এখনই যাচ্ছেন না অবসরে। নতুন করে নেতৃত্বে ফেরার দিনেও এখনই ‘অবসর’ নয় বলে ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে জানিয়েছিলেন ভারতকে দুই বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
১৪ ম্যাচে মাত্র চার জয়ে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান চারবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের। ৬ পয়েন্টে সবার নিচে পাঁচবারের সেরা মুম্বাই ইন্ডিয়ানস।
ভারতের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা সবারই জানা। আইসিসি ইভেন্ট হলে সেটা বেড়ে যায় বহুগুণে। তার ওপর যদি দলটি ওঠে ফাইনালে, তাহলে তো কথাই নেই। সেকারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ঠিক হওয়ার আগেই শেষ সব টিকিট।
২৫ মিনিট আগেক্রিকেটে ঘন ঘন নিয়ম পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বলে থুতু লাগানো তো আইসিসি অনেক আগে থেকেই নিষিদ্ধ করেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে এই নিয়মটি বদলানোর অনুরোধ করেছেন মোহাম্মদ শামি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে রাচীন রবীন্দ্রর পথচলা কেবল ৪ বছরের। এরই মধ্যে তিনি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার জ্বলে ওঠেন বারুদের মতো।
২ ঘণ্টা আগেলাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটার কথা হয়তো অনেকেরই মনে আছে। রানবন্যান ম্যাচে অস্ট্রেলিয়া যে বিশ্বরেকর্ড গড়েছে, সেটা কি কেউ সহজে ভুলতে পারেন? তবে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড মাত্র ১১ দিনে ভেঙে দিল নিউজিল্যান্ড। কিউইরা বিশ্বরেকর্ডটা নিজেদের নামে লিখিয়ে নিল
৩ ঘণ্টা আগে