বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা, ফিরলেন ব্রুক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২১: ১৮

প্রাথমিক দলে পরির্বতন এনে ১৫ সদস্যের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করল ইংল্যান্ড। দলে ফিরেছেন হ্যারি ব্রুক। গত মাসে বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন না ২৪ বছর বয়সী এই ব্যাটার। 

গত বিশ্বকাপে লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপা জেতে ইংলিশরা। শিরোপা ধরে রাখার মিশনে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড, প্রতিপক্ষ সেই কিউইরা। বিশ্বকাপ খেলতে অবসর ভেঙে ওয়ানডে সংস্করণে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস। 

বিশ্বকাপের প্রাথমিক দলে ব্রুকের না থাকা নিয়ে কম আলোচনা হয়নি। শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত দলে ফিরলেও জায়গা হয়নি জোফরা আর্চারের। বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও এবার জায়গা হয়নি এই পেসারের। চোটের কারণে আড়াই বছর বাইরে থাকার পর গত জানুয়ারিতে দলে ফিরেছিলেন তিনি। কিন্তু এরপর মার্চে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের পর থেকে তাঁকে আর দেখা যায়নি ইংল্যান্ড দলে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলা হয়নি জেসন রয়ের। তারপরও ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন জানিয়েছিলেন, এই ওপেনারের বিশ্বকাপ দলে থাকা উচিত। তবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সেই পথে হাঁটেনি। গত বিশ্বকাপে খেলা রয়ের জায়গা হয়নি এবার। আর্চারের মতো তাঁকেও জাতীয় দলে শেষবার দেখা গেছে গত মার্চে। 

ব্রুক কিউইদের বিপক্ষে চার ম্যাচের সিরিজে খেললেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি। তিন ম্যাচে করেছেন মাত্র ৩৭ রান। তবে রয় এ বছর ৬টি ওয়ানডে খেলে পেয়েছেন দুটি সেঞ্চুরি। তাঁকে দেখা যেতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। 

 ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপে স্কোয়াড পরিবর্তেন শেষ সময় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ইংল্যান্ড ছাড়াও বিশ্বকাপের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। 

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস আটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত