Ajker Patrika

আবারও ফাইনালে ভারত, অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবারও ভারত। ছবি: আইসিসি
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এবারও ভারত। ছবি: আইসিসি

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

২০২৩ সালে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে। দুই বছর পর আজ কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে দল দুটি মুখোমুখি হয়েছে সেমিফাইনালে। ২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। একই মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই মাঠেই পরশু শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।

১১৪ রানের লক্ষ্যে নেমে ভারতের দুই ওপেনার কমলিনি জি ও ত্রিশা গোঙ্গাদি যোগ করেন ৬০ রান। নবম ওভারের শেষ বলে ত্রিশাকে বোল্ড করেন ইংল্যান্ডের স্পিনার ফোবে ব্রেট। দ্বিতীয় উইকেটে এরপর ৫৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন ত্রিশা ও সানিকা চালকে। ১৫তম ওভারের শেষ বলে ব্রেটকে চার মেরে ভারতকে ৯ উইকেটের জয় এনে দেন কমলিনি। ভারতের ১১৭ রানের মধ্যে কমলিনি করেন ইনিংস সর্বোচ্চ ৫৬ রান। ভারতীয় ওপেনার ৫০ বলের ইনিংসে মেরেছেন ৮ চার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যাবি নরগ্রোভ। তবে প্রথমে ব্যাটিং নিয়ে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান করেছে ইংলিশরা। ডেভিনা পেরিন (৪৫), নরগ্রোভ (৩০)—এই দুই ব্যাটার যা একটু রান করেছেন। ভারতের পারুনিকা সিসোদিয়া, বৈষ্ণবী শর্মা পেয়েছেন তিনটি করে উইকেট। ২ উইকেট পেয়েছেন আয়ুশি শুক্লা। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সিসোদিয়া।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা। ছবি: আইসিসি
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা। ছবি: আইসিসি

বায়ুমাস ওভালে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৮ উইকেটে করে ১০৫ রান। জয়ের লক্ষ্যে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। ১১ বল হাতে রেখে পাওয়া দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাশলে ফন উইক। তিনি ৩ ওভারে ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসি ও গোয়েন্দা পরিদর্শকসহ ৪ পুলিশ কারাগারে

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

বেক্সিমকোর ১৪ কারখানার ৩৩২৩৪ কর্মী ছাঁটাই, পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা ঋণ দেবে সরকার

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত