Ajker Patrika

বাবর-রোহিতদের চেয়ে যেখানে এগিয়ে উগান্ডার ক্রিকেটার 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৫: ৩৩
বাবর-রোহিতদের চেয়ে যেখানে এগিয়ে উগান্ডার ক্রিকেটার 

সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পেতে একটু দেরিই হয়ে যায় বাবর আজমের। এ বছরের মার্চে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি—সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণের অধিনায়ক হয়েছেন তিনি। নেতৃত্ব ফিরে পাওয়ার পর এখনো পর্যন্ত কোনো ম্যাচ হারেননি তিনি। 
 
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরেছেন অধিনায়ক বাবর। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। একই মাঠে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে বাবর জিতেছেন ৪৩ ম্যাচ। ছাড়িয়ে গেছেন এইউন মরগান ও আসগর আফগানকে। টেস্ট খেলুড়ে দলের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তি এখন বাবরের। তবে এই তালিকায় বাবরের চেয়েও ওপরে উগান্ডার ব্রায়ান মাসাবা। মাসাবার নেতৃত্বে উগান্ডা জিতেছে ৪৪ ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে জেতেন ৪১টি করে ম্যাচ। 
 
মাসাবাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ বাবর পাচ্ছেন নিউজিল্যান্ড সিরিজেই। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির দুটি জিতলে অধিনায়ক বাবর জিতবেন ৪৫ ম্যাচ। একই সঙ্গে পাকিস্তানও টি-টোয়েন্টি সিরিজ জিতবে নিউজিল্যান্ডের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। 
 
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটে আমির সবশেষ ম্যাচ খেলেন ২০২০ এর আগস্টে। তবে প্রায় চার বছর পর ফিরেও আমিরকে হতাশায় পুড়তে হয়েছে। রাওয়ালপিন্ডিতে প্রথম টি-টোয়েন্টি দুই বলে শেষ হয়ে গেছে। বোলিংয়েরে সুযোগ হয়নি তাঁর। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের আক্ষেপ আমির ঘুচিয়েছেন পরের ম্যাচে। রাওয়ালপিন্ডিতে গত রাতে ৩ ওভার বোলিং করে ১৩ রানে নেন ২ উইকেট। আরেক বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট নেন ১৩ রানে। আমির-শাহিনের বিধ্বংসী বোলিংয়ে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৮.১ ওভারে ৯০ রানে। ৯১ রানের লক্ষ্য পাকিস্তান টপকে গেছে ৪৭ বল হাতে রেখেই। 
 
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়
 
                                               দল                                   জয়
ব্রায়ান মাসাবা                      উগান্ডা                                   ৪৪ 
বাবর আজম                      পাকিস্তান                                ৪৩ 
আসগর আফগান              আফগানিস্তান                         ৪২ 
এউইন মরগান                    ইংল্যান্ড                                ৪২ 
মহেন্দ্র সিং ধোনি                  ভারত                                  ৪১ 
রোহিত শর্মা                         ভারত                                  ৪১ 
 
*২০২৪ এর ২০ এপ্রিল পাকিস্তান-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত