অনলাইন ডেস্ক
একদিন আগে ফর্টিস এফসিকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে আবার সাদা-কালোদের পিছু নিয়েছে রহমতগঞ্জ। একইদিন পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে সেই পথে ঢাকা আবাহনীও। বর্তমানে তাদের অবস্থান তিনে।
৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের একে থাকা মোহামেডানও দুশ্চিন্তামুক্ত হতে পারছে না। কারণ রহমতগঞ্জ ও আবাহনী তাদের পিছু লেগেই আছে। ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। আর তিনে থাকা আবাহনীর পয়েন্টও সমান ১২। যদিও গোল ব্যবধানে এগিয়ে রহমতগঞ্জ।
আজ কুমিল্লায় ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। মানিক মোল্লাকে কাটিয়ে বলটা ডি বক্সের দিকে বাড়ান রবিউল হাসান। এরপর বক্সের ভেতর থেকে দারুণ শটে প্রতিপক্ষের জাল কাঁপান আরমান ফয়সাল আকাশ। এক গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে পুলিশ এফসি। আবাহনীর গোলমুখে চাপ বাড়ায় তারা। ৭৩ মিনিটে ইসা ফয়সালের পাসে আরিফ লং শটে রক্ষণ ভাঙলেও খুঁজে পাননি নিশানা। উল্টো ৮৮ মিনিটে একাই পুলিশের বাধা টপকে চোখ জুড়ানো গোল করেন শাহরিয়ার ইমন।
দিনের আরেক ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে গাজীপুরে রীতিমতো গোল উৎসব করেছে রহমতগঞ্জ। আবারও গোলের দেখা পেয়েছেন দলটির অভিজ্ঞ ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। এ নিয়ে চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে ৮ গোল হলো তাঁর। দুটি গোল করেছেন ঘানার বোয়েটেং। এ ছাড়া গোলের দেখা পেয়েছেন গত মৌসুমে শেখ জামালে খেলা তাজ উদ্দিনও।
একদিন আগে ফর্টিস এফসিকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে আবার সাদা-কালোদের পিছু নিয়েছে রহমতগঞ্জ। একইদিন পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে সেই পথে ঢাকা আবাহনীও। বর্তমানে তাদের অবস্থান তিনে।
৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের একে থাকা মোহামেডানও দুশ্চিন্তামুক্ত হতে পারছে না। কারণ রহমতগঞ্জ ও আবাহনী তাদের পিছু লেগেই আছে। ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। আর তিনে থাকা আবাহনীর পয়েন্টও সমান ১২। যদিও গোল ব্যবধানে এগিয়ে রহমতগঞ্জ।
আজ কুমিল্লায় ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। মানিক মোল্লাকে কাটিয়ে বলটা ডি বক্সের দিকে বাড়ান রবিউল হাসান। এরপর বক্সের ভেতর থেকে দারুণ শটে প্রতিপক্ষের জাল কাঁপান আরমান ফয়সাল আকাশ। এক গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে পুলিশ এফসি। আবাহনীর গোলমুখে চাপ বাড়ায় তারা। ৭৩ মিনিটে ইসা ফয়সালের পাসে আরিফ লং শটে রক্ষণ ভাঙলেও খুঁজে পাননি নিশানা। উল্টো ৮৮ মিনিটে একাই পুলিশের বাধা টপকে চোখ জুড়ানো গোল করেন শাহরিয়ার ইমন।
দিনের আরেক ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে গাজীপুরে রীতিমতো গোল উৎসব করেছে রহমতগঞ্জ। আবারও গোলের দেখা পেয়েছেন দলটির অভিজ্ঞ ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। এ নিয়ে চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে ৮ গোল হলো তাঁর। দুটি গোল করেছেন ঘানার বোয়েটেং। এ ছাড়া গোলের দেখা পেয়েছেন গত মৌসুমে শেখ জামালে খেলা তাজ উদ্দিনও।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৪ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১০ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে