Ajker Patrika

মোহামেডানের পিছু ছাড়ছে না আবাহনী-রহমতগঞ্জ

অনলাইন ডেস্ক
পুলিশের বিপক্ষে আক্রমণে ওঠার চেষ্টায় আবাহনী। ছবি: বাফুফে
পুলিশের বিপক্ষে আক্রমণে ওঠার চেষ্টায় আবাহনী। ছবি: বাফুফে

একদিন আগে ফর্টিস এফসিকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে আবার সাদা-কালোদের পিছু নিয়েছে রহমতগঞ্জ। একইদিন পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়ে সেই পথে ঢাকা আবাহনীও। বর্তমানে তাদের অবস্থান তিনে।

৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের একে থাকা মোহামেডানও দুশ্চিন্তামুক্ত হতে পারছে না। কারণ রহমতগঞ্জ ও আবাহনী তাদের পিছু লেগেই আছে। ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। আর তিনে থাকা আবাহনীর পয়েন্টও সমান ১২। যদিও গোল ব্যবধানে এগিয়ে রহমতগঞ্জ।

আজ কুমিল্লায় ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। মানিক মোল্লাকে কাটিয়ে বলটা ডি বক্সের দিকে বাড়ান রবিউল হাসান। এরপর বক্সের ভেতর থেকে দারুণ শটে প্রতিপক্ষের জাল কাঁপান আরমান ফয়সাল আকাশ। এক গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে পুলিশ এফসি। আবাহনীর গোলমুখে চাপ বাড়ায় তারা। ৭৩ মিনিটে ইসা ফয়সালের পাসে আরিফ লং শটে রক্ষণ ভাঙলেও খুঁজে পাননি নিশানা। উল্টো ৮৮ মিনিটে একাই পুলিশের বাধা টপকে চোখ জুড়ানো গোল করেন শাহরিয়ার ইমন।

ফকিরেরপুল-রহমতগঞ্জ ম্যাচের দৃশ্য। ছবি: বাফুফে
ফকিরেরপুল-রহমতগঞ্জ ম্যাচের দৃশ্য। ছবি: বাফুফে

দিনের আরেক ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে গাজীপুরে রীতিমতো গোল উৎসব করেছে রহমতগঞ্জ। আবারও গোলের দেখা পেয়েছেন দলটির অভিজ্ঞ ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। এ নিয়ে চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে ৮ গোল হলো তাঁর। দুটি গোল করেছেন ঘানার বোয়েটেং। এ ছাড়া গোলের দেখা পেয়েছেন গত মৌসুমে শেখ জামালে খেলা তাজ উদ্দিনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত