এলগারের সেঞ্চুরিতে এগিয়ে থেকে দিন পার দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২: ২০
Thumbnail image

দিনের শুরুতে বৃষ্টি আর শেষদিকে আলোকস্বল্পতা—সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে খেলা হলো ৭৪.৪ ওভার। তবে খারাপ আবহাওয়ার মধ্যেও দেখা গেল দুই সেঞ্চুরি। মধ্যাহ্নভোজের আগে লোকেশ রাহুলের একলা লড়াইয়ের পর চা বিরতির আগে ডিন এলগার পেলেন তিন অঙ্কের রানের দেখা। দিন শেষেও এগিয়ে তার দল। প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৫৬ রান দিয়ে দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের চেয়ে প্রোটিয়ারা এগিয়ে ১১ রানে।

এলগারের ১৪ তম টেস্ট সেঞ্চুরিটি এলো তিন বছরের কাছাকাছি সময়ের পর। তাঁর ২১১ বলে ১৪০ রানের ইনিংসে ছিল ২৩ চার। আগামীকাল মার্কো ইয়ানসেনকে (৩) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন এই বাঁহাতি ব্যাটার। প্রোটিয়াদের তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি।

শুরুতেই ওপেনার এইডেন মার্করামকে (৫) হারানোর ধাক্কাটা সামাল দেন এলগার। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির (২৮) সঙ্গে ৯৩ ও চতুর্থ উইকেটে ডেভিড বেডিংহামের (৫৬) সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে প্রোটিয়াদের স্কোরটা বাড়াতে থাকেন তিনি।

সারা দিনে ভারতের সফল বোলার বলতে দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। সিরাজ ফেরান মার্করাম ও অভিষেক টেস্ট খেলতে নামা বেডিংহামকে। বুমরার শিকার জর্জি ও কিগান পিটারসেন (২)।

এর আগে ৮ উইকেটে ২০৮ রান নিয়ে দিন শুরু করা ভারত টিকতে পেরেছে মাত্র ৮.৪ ওভার। ব্যক্তিগত ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে রাহুল অষ্টম টেস্ট সেঞ্চুরি উদ্‌যাপন করেন ১৩৩ বলে। শেষ উইকেট হিসেবে তিনি ১০১ রানে নন্দ্র বারগারের বলে বোল্ড হলে ভারতের প্রথম ইনিংস থামে ৬৭.৪ ওভারে ২৪৫ রানে। আগেরদিন সফরকারীদের চেপে ধরে ৫ উইকেট নেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত