ক্রীড়া ডেস্ক
দিনের শুরুতে বৃষ্টি আর শেষদিকে আলোকস্বল্পতা—সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে খেলা হলো ৭৪.৪ ওভার। তবে খারাপ আবহাওয়ার মধ্যেও দেখা গেল দুই সেঞ্চুরি। মধ্যাহ্নভোজের আগে লোকেশ রাহুলের একলা লড়াইয়ের পর চা বিরতির আগে ডিন এলগার পেলেন তিন অঙ্কের রানের দেখা। দিন শেষেও এগিয়ে তার দল। প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৫৬ রান দিয়ে দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের চেয়ে প্রোটিয়ারা এগিয়ে ১১ রানে।
এলগারের ১৪ তম টেস্ট সেঞ্চুরিটি এলো তিন বছরের কাছাকাছি সময়ের পর। তাঁর ২১১ বলে ১৪০ রানের ইনিংসে ছিল ২৩ চার। আগামীকাল মার্কো ইয়ানসেনকে (৩) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন এই বাঁহাতি ব্যাটার। প্রোটিয়াদের তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি।
শুরুতেই ওপেনার এইডেন মার্করামকে (৫) হারানোর ধাক্কাটা সামাল দেন এলগার। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির (২৮) সঙ্গে ৯৩ ও চতুর্থ উইকেটে ডেভিড বেডিংহামের (৫৬) সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে প্রোটিয়াদের স্কোরটা বাড়াতে থাকেন তিনি।
সারা দিনে ভারতের সফল বোলার বলতে দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। সিরাজ ফেরান মার্করাম ও অভিষেক টেস্ট খেলতে নামা বেডিংহামকে। বুমরার শিকার জর্জি ও কিগান পিটারসেন (২)।
এর আগে ৮ উইকেটে ২০৮ রান নিয়ে দিন শুরু করা ভারত টিকতে পেরেছে মাত্র ৮.৪ ওভার। ব্যক্তিগত ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে রাহুল অষ্টম টেস্ট সেঞ্চুরি উদ্যাপন করেন ১৩৩ বলে। শেষ উইকেট হিসেবে তিনি ১০১ রানে নন্দ্র বারগারের বলে বোল্ড হলে ভারতের প্রথম ইনিংস থামে ৬৭.৪ ওভারে ২৪৫ রানে। আগেরদিন সফরকারীদের চেপে ধরে ৫ উইকেট নেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
দিনের শুরুতে বৃষ্টি আর শেষদিকে আলোকস্বল্পতা—সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে খেলা হলো ৭৪.৪ ওভার। তবে খারাপ আবহাওয়ার মধ্যেও দেখা গেল দুই সেঞ্চুরি। মধ্যাহ্নভোজের আগে লোকেশ রাহুলের একলা লড়াইয়ের পর চা বিরতির আগে ডিন এলগার পেলেন তিন অঙ্কের রানের দেখা। দিন শেষেও এগিয়ে তার দল। প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৫৬ রান দিয়ে দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের চেয়ে প্রোটিয়ারা এগিয়ে ১১ রানে।
এলগারের ১৪ তম টেস্ট সেঞ্চুরিটি এলো তিন বছরের কাছাকাছি সময়ের পর। তাঁর ২১১ বলে ১৪০ রানের ইনিংসে ছিল ২৩ চার। আগামীকাল মার্কো ইয়ানসেনকে (৩) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন এই বাঁহাতি ব্যাটার। প্রোটিয়াদের তিন ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি।
শুরুতেই ওপেনার এইডেন মার্করামকে (৫) হারানোর ধাক্কাটা সামাল দেন এলগার। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির (২৮) সঙ্গে ৯৩ ও চতুর্থ উইকেটে ডেভিড বেডিংহামের (৫৬) সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে প্রোটিয়াদের স্কোরটা বাড়াতে থাকেন তিনি।
সারা দিনে ভারতের সফল বোলার বলতে দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। সিরাজ ফেরান মার্করাম ও অভিষেক টেস্ট খেলতে নামা বেডিংহামকে। বুমরার শিকার জর্জি ও কিগান পিটারসেন (২)।
এর আগে ৮ উইকেটে ২০৮ রান নিয়ে দিন শুরু করা ভারত টিকতে পেরেছে মাত্র ৮.৪ ওভার। ব্যক্তিগত ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে রাহুল অষ্টম টেস্ট সেঞ্চুরি উদ্যাপন করেন ১৩৩ বলে। শেষ উইকেট হিসেবে তিনি ১০১ রানে নন্দ্র বারগারের বলে বোল্ড হলে ভারতের প্রথম ইনিংস থামে ৬৭.৪ ওভারে ২৪৫ রানে। আগেরদিন সফরকারীদের চেপে ধরে ৫ উইকেট নেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৮ ঘণ্টা আগে