ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার কথা ছিল কেন উইলিয়ামসনের। তবে সেটা আর হচ্ছে না। হাঁটুর চোঁটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বাদ পড়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। উইলিয়ামসনের পাশাপাশি আরও এক ক্রিকেটারকে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন কাইল জেমিসন।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। উইলিয়াসন ও জেমিসনের পরিবর্তে এসেছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাচিন ও ডাফি খেলেছেন ১৮ ও ১০ ম্যাচ। ১১ ও ১০ উইকেট নিয়েছেন রাচিন ও ডাফি।
রাচিন, ডাফিকে নিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘জ্যাকব অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে সে সাদা বলের ক্রিকেটে তার দক্ষতা আনতে কঠোর পরিশ্রম করেছে। তিন সংস্করণের ক্রিকেটে শেখা ও উন্নতি করতে রাচিনের অনেক আগ্রহ রয়েছে।’
হাঁটুর চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। অন্যদিকে জেমিসনের ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছে না নিউজিল্যান্ড। কারণ আগামী বছরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। নিউজিল্যান্ড কোচ বলেন, ‘কেইন ও কাইল দুই জনকেই আমরা সম্ভাব্য সেরা অবস্থায় চাচ্ছি। সামনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট রয়েছে।’
নেপিয়ারে আজ চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। একই মাঠে ২৭ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি
বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার কথা ছিল কেন উইলিয়ামসনের। তবে সেটা আর হচ্ছে না। হাঁটুর চোঁটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বাদ পড়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। উইলিয়ামসনের পাশাপাশি আরও এক ক্রিকেটারকে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন কাইল জেমিসন।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। উইলিয়াসন ও জেমিসনের পরিবর্তে এসেছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাচিন ও ডাফি খেলেছেন ১৮ ও ১০ ম্যাচ। ১১ ও ১০ উইকেট নিয়েছেন রাচিন ও ডাফি।
রাচিন, ডাফিকে নিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘জ্যাকব অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে সে সাদা বলের ক্রিকেটে তার দক্ষতা আনতে কঠোর পরিশ্রম করেছে। তিন সংস্করণের ক্রিকেটে শেখা ও উন্নতি করতে রাচিনের অনেক আগ্রহ রয়েছে।’
হাঁটুর চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। অন্যদিকে জেমিসনের ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছে না নিউজিল্যান্ড। কারণ আগামী বছরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। নিউজিল্যান্ড কোচ বলেন, ‘কেইন ও কাইল দুই জনকেই আমরা সম্ভাব্য সেরা অবস্থায় চাচ্ছি। সামনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট রয়েছে।’
নেপিয়ারে আজ চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। একই মাঠে ২৭ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
২৫ মিনিট আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগে