ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার কথা ছিল কেন উইলিয়ামসনের। তবে সেটা আর হচ্ছে না। হাঁটুর চোঁটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বাদ পড়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। উইলিয়ামসনের পাশাপাশি আরও এক ক্রিকেটারকে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন কাইল জেমিসন।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। উইলিয়াসন ও জেমিসনের পরিবর্তে এসেছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাচিন ও ডাফি খেলেছেন ১৮ ও ১০ ম্যাচ। ১১ ও ১০ উইকেট নিয়েছেন রাচিন ও ডাফি।
রাচিন, ডাফিকে নিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘জ্যাকব অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে সে সাদা বলের ক্রিকেটে তার দক্ষতা আনতে কঠোর পরিশ্রম করেছে। তিন সংস্করণের ক্রিকেটে শেখা ও উন্নতি করতে রাচিনের অনেক আগ্রহ রয়েছে।’
হাঁটুর চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। অন্যদিকে জেমিসনের ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছে না নিউজিল্যান্ড। কারণ আগামী বছরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। নিউজিল্যান্ড কোচ বলেন, ‘কেইন ও কাইল দুই জনকেই আমরা সম্ভাব্য সেরা অবস্থায় চাচ্ছি। সামনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট রয়েছে।’
নেপিয়ারে আজ চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। একই মাঠে ২৭ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি
বাংলাদেশ সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার কথা ছিল কেন উইলিয়ামসনের। তবে সেটা আর হচ্ছে না। হাঁটুর চোঁটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়লেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বাদ পড়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)। টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। উইলিয়ামসনের পাশাপাশি আরও এক ক্রিকেটারকে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন কাইল জেমিসন।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ১৩ সদস্যের টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। উইলিয়াসন ও জেমিসনের পরিবর্তে এসেছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাচিন ও ডাফি খেলেছেন ১৮ ও ১০ ম্যাচ। ১১ ও ১০ উইকেট নিয়েছেন রাচিন ও ডাফি।
রাচিন, ডাফিকে নিয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘জ্যাকব অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে সে সাদা বলের ক্রিকেটে তার দক্ষতা আনতে কঠোর পরিশ্রম করেছে। তিন সংস্করণের ক্রিকেটে শেখা ও উন্নতি করতে রাচিনের অনেক আগ্রহ রয়েছে।’
হাঁটুর চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে থাকবেন উইলিয়ামসন। অন্যদিকে জেমিসনের ব্যাপারে ঝুঁকি নিতে চাচ্ছে না নিউজিল্যান্ড। কারণ আগামী বছরে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। নিউজিল্যান্ড কোচ বলেন, ‘কেইন ও কাইল দুই জনকেই আমরা সম্ভাব্য সেরা অবস্থায় চাচ্ছি। সামনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট রয়েছে।’
নেপিয়ারে আজ চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। একই মাঠে ২৭ ডিসেম্বর হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে