Ajker Patrika

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে থাকছে বাংলাদেশও

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৭: ১১
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে থাকছে বাংলাদেশও

আইসিসি ইভেন্টসহ বিশ্বের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এখন পরিচিত চিত্র। বাংলাদেশের এই আম্পায়ার কখনোবা মাঠের আম্পায়ার, কখনোবা টিভি, চতুর্থ আম্পায়ার হিসেবেও কাজ করেন। এবার পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন সৈকত।    

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। ছয় সদস্যের আম্পায়ারিং প্যানেলে আছেন তিন পাকিস্তানি রশিদ রিয়াজ, ফয়সাল আফ্রিদি ও আসিফ ইয়াকুব। সৈকতের পাশাপাশি বাকি দুই বিদেশি আম্পায়ার হলেন  নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গাফানি ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। প্রথম, তৃতীয়-এই দুই টেস্টে সৈকত মাঠের আম্পায়ার। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের এই আম্পায়ার থাকছেন তৃতীয় আম্পায়ার হিসেবে। 

প্রথম টেস্টে সৈকতের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন ধর্মসেনা। গ্যাফানি ও ইয়াকুব এই টেস্টের তৃতীয় ও চতুর্থ আম্পায়ার। মুলতানে ৭ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। একই মাঠে ১৫ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দল দুটি। এই টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন গ্যাফানি ও ধর্মসেনা।পাকিস্তানের রশিদ এই ম্যাচের চতুর্থ আম্পায়ার। টিভি আম্পায়ারে থাকছেন বাংলাদেশের সৈকত।

২22প্রথম দুই টেস্টের পর পাকিস্তান-ইংল্যান্ড দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে তৃতীয় টেস্ট। সৈকতের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকছেন গ্যাফানি। ধর্মসেনা ও আফ্রিদি সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন। ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন পুরো  সিরিজের ম্যাচ রেফারি। 

২০২৪ সালে  আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছেন সৈকত।প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে সুযোগ পেয়েছেন তিনি।২০০৬ সালে আন্তর্জাতিক প্যানেলে সুযোগ পেলেও  সৈকতের প্রথম আন্তর্জাতিক ম্যাচ  ২০১০ সালের জানুয়ারিতে। নারী বিশ্বকাপ, টি-টোয়েন্ট বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন বাংলাদেশের এই আম্পায়ার। 

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে শরাফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত
প্রথম টেস্ট:  মাঠের আম্পায়ার
দ্বিতীয় টেস্ট: তৃতীয় আম্পায়ার 
তৃতীয় টেস্ট: মাঠের আম্পায়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত