Ajker Patrika

আফগান সিরিজ জিততে চান তাসকিন-মিরাজরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ২৯
আফগান সিরিজ জিততে চান তাসকিন-মিরাজরা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর ঢাকা থেকে সকালের ফ্লাইটে চট্টগ্রামে রওনা দেন তামিম ইকবালরা। যাওয়ার আগে সিরিজ জেতার আশাবাদের কথা জানিয়েছেন তাঁরা। 

সিরিজ শুরুর আগে ক্রিকেটার ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। এতে সবাই নেগেটিভ হয়েছেন। তবে গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়া ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স এখনো করোনামুক্ত হননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আফগান সিরিজ সামনে রেখে দলে যোগ দিয়েছেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। হেরাথ দুই দিন আগে বাংলাদেশে এসে পৌঁছান। তবে ডমিঙ্গো দলের সঙ্গে যোগ দিয়েছেন গতকাল। 

ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে আফগান সিরিজের পরিকল্পনা জানান মেহেদি হাসান মিরাজ। এই অফ স্পিনার বলেছেন, ‘সহজ পরিকল্পনা থাকবে আমাদের, যেটা আমরা আগেও করে এসেছি। ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলেছি, সেরকম সহজ পরিকল্পনাই থাকবে। আমরা ভালো ক্রিকেট খেলব এবং প্রথম লক্ষ্য থাকবে সিরিজ জেতা।’ 

মিরাজের মতো অনেকটা একই পরিকল্পনা পেসার তাসকিন আহমেদের। তিনি বলেছেন, ‘আমি আশাবাদী ভালো কিছু হবে। সিরিজ খেলতে উন্মুখ হয়ে আছি। আজ থেকে অনুশীলন শুরু হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত