নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০ বছর, ৫ সফর, ১৯ ম্যাচ—দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে তবু জয়ের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের। তবে এবার বিব্রতকর ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়ে গিয়েছে দল।
লক্ষ্যটা আজই পূরণ হবে কি না, তা ঘণ্টা দুয়েকের মধ্যে নিশ্চিত হওয়া যাবে। তবে দুর্দান্ত সাকিব আল হাসান-লিটন দাসদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম বোলিংয়ে যে দ্যুতি ছড়াচ্ছেন, তাতে অধরা জয়ের স্বপ্ন দেখতেই পারেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ৩১৫ রানের ইমারত ছুঁতে নেমে বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম পাওয়ার প্লেতেই ৩ উইকেট খুইয়েছে তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫৯ রান। উইকেটে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা (১৬ *) ও রাসি ফন ডার ডুসেন (১৭ *)।
টু-পেসড উইকেটে শুরু থেকেই বুদ্ধিদীপ্ত বোলিং করে চলেছেন বাংলাদেশের বোলাররা। চতুর্থ ওভারে ইয়ানেমান মালানকে (৪) মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে প্রোটিয়াদের প্রথম ধাক্বা দেন শরীফুল।
নবম ওভারে জোড়া আঘাত আনেন তাসকিন। ফেরান কাইল ভেরেইন (২১) ও এইডেন মার্করামকে (০)। তাসকিনের নিচু হয়ে আসা ডেলিভারিতে পরাস্ত হন কুইন্টন ডি ককের অসুস্থতায় সুযোগ পাওয়া ভেরেইন। ৩ বল পরেই মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার প্রয়োজনীয় রান রেট এরই মধ্যে ৭ ছাড়িয়েছে। তবে বাভুমা ও ডুসেন দ্রুত রান তোলার চেয়ে ইনিংস মেরামতেই ঝুঁকেছেন বেশি।
এর আগে সাকিব, লিটন ও ইয়াসির আলী রাব্বির ফিফটি ৩১৪ রান তোলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় এটিই লাল-সবুজ প্রতিনিধিদের সর্বোচ্চ স্কোর।
২০ বছর, ৫ সফর, ১৯ ম্যাচ—দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে তবু জয়ের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের। তবে এবার বিব্রতকর ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়ে গিয়েছে দল।
লক্ষ্যটা আজই পূরণ হবে কি না, তা ঘণ্টা দুয়েকের মধ্যে নিশ্চিত হওয়া যাবে। তবে দুর্দান্ত সাকিব আল হাসান-লিটন দাসদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম বোলিংয়ে যে দ্যুতি ছড়াচ্ছেন, তাতে অধরা জয়ের স্বপ্ন দেখতেই পারেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ৩১৫ রানের ইমারত ছুঁতে নেমে বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম পাওয়ার প্লেতেই ৩ উইকেট খুইয়েছে তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫৯ রান। উইকেটে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা (১৬ *) ও রাসি ফন ডার ডুসেন (১৭ *)।
টু-পেসড উইকেটে শুরু থেকেই বুদ্ধিদীপ্ত বোলিং করে চলেছেন বাংলাদেশের বোলাররা। চতুর্থ ওভারে ইয়ানেমান মালানকে (৪) মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে প্রোটিয়াদের প্রথম ধাক্বা দেন শরীফুল।
নবম ওভারে জোড়া আঘাত আনেন তাসকিন। ফেরান কাইল ভেরেইন (২১) ও এইডেন মার্করামকে (০)। তাসকিনের নিচু হয়ে আসা ডেলিভারিতে পরাস্ত হন কুইন্টন ডি ককের অসুস্থতায় সুযোগ পাওয়া ভেরেইন। ৩ বল পরেই মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার প্রয়োজনীয় রান রেট এরই মধ্যে ৭ ছাড়িয়েছে। তবে বাভুমা ও ডুসেন দ্রুত রান তোলার চেয়ে ইনিংস মেরামতেই ঝুঁকেছেন বেশি।
এর আগে সাকিব, লিটন ও ইয়াসির আলী রাব্বির ফিফটি ৩১৪ রান তোলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় এটিই লাল-সবুজ প্রতিনিধিদের সর্বোচ্চ স্কোর।
স্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৪ মিনিট আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
১ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
৩ ঘণ্টা আগে