ক্রীড়া ডেস্ক, ঢাকা
লো-স্কোরিং ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে চার উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছেন ধনাঞ্জয়া ডি সিলভা-ওয়ানিন্দু হাসারাঙ্গারা। পরশু ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার করোনা পজিটিভের পর স্থগিত করা হয়েছিল দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই ধাক্কা সামলে না উঠতেই শ্রীলঙ্কার কাছে হারল ভারত।
পরশু স্থগিত ম্যাচটি হয়েছে এক দিন পরেই। করোনা পজিটিভ হওয়া পান্ডিয়ার সংস্পর্শে থাকায় এই ম্যাচে খেলতে পারেননি দুই পান্ডিয়া ভাইসহ পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, ঈশান কিষানরা। করোনার ধাক্কায় এদিন চার নতুন মুখ নিয়ে মাঠে নামে ভারত। অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান দেবদূত পাড়িক্কাল, ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়, বাঁহাতি ব্যাটসম্যান নিতীশ রানা ও বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের ছাড়া দুর্বল ভারত করোনা ধাক্কায় আরও দুর্বল হয়ে পড়লেও ছাড় দেয়নি শ্রীলঙ্কাকে। এই ম্যাচ জিততেও ঘাম ছুটে গেছে স্বাগতিক শ্রীলঙ্কার। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন অধিনায়ক শিখর ধাওয়ান। শ্রীলঙ্কান অফ স্পিনার আকিলা ধনাঞ্জয়া ২৯ রানে দুই উইকেট নেন।
১৩৩ লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কাও। ৬৬ রান তুলতেই হারিয়েছে প্রথম চার ব্যাটসম্যানকে। শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচ শেষ পর্যন্ত জিতে নেয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ডি সিলভা। শেষ দিকে ৬ বলে ১২ রানের কার্যকরী ইনিংস খেলে শ্রীলঙ্কার জয়ে অবদান রেখেছেন চামিরা করুণারত্নে। কলম্বোর প্রেমাদাসা সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ।
লো-স্কোরিং ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে চার উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছেন ধনাঞ্জয়া ডি সিলভা-ওয়ানিন্দু হাসারাঙ্গারা। পরশু ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার করোনা পজিটিভের পর স্থগিত করা হয়েছিল দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই ধাক্কা সামলে না উঠতেই শ্রীলঙ্কার কাছে হারল ভারত।
পরশু স্থগিত ম্যাচটি হয়েছে এক দিন পরেই। করোনা পজিটিভ হওয়া পান্ডিয়ার সংস্পর্শে থাকায় এই ম্যাচে খেলতে পারেননি দুই পান্ডিয়া ভাইসহ পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, ঈশান কিষানরা। করোনার ধাক্কায় এদিন চার নতুন মুখ নিয়ে মাঠে নামে ভারত। অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান দেবদূত পাড়িক্কাল, ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়, বাঁহাতি ব্যাটসম্যান নিতীশ রানা ও বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার।
বিরাট কোহলি-রোহিত শর্মাদের ছাড়া দুর্বল ভারত করোনা ধাক্কায় আরও দুর্বল হয়ে পড়লেও ছাড় দেয়নি শ্রীলঙ্কাকে। এই ম্যাচ জিততেও ঘাম ছুটে গেছে স্বাগতিক শ্রীলঙ্কার। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন অধিনায়ক শিখর ধাওয়ান। শ্রীলঙ্কান অফ স্পিনার আকিলা ধনাঞ্জয়া ২৯ রানে দুই উইকেট নেন।
১৩৩ লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কাও। ৬৬ রান তুলতেই হারিয়েছে প্রথম চার ব্যাটসম্যানকে। শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচ শেষ পর্যন্ত জিতে নেয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থাকেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ডি সিলভা। শেষ দিকে ৬ বলে ১২ রানের কার্যকরী ইনিংস খেলে শ্রীলঙ্কার জয়ে অবদান রেখেছেন চামিরা করুণারত্নে। কলম্বোর প্রেমাদাসা সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আজ।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ দল। আজ থেকে জ্যামাইকায় শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজ বাঁচাতে এই টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই মেহেদী হাসান মিরাজদের। এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলা
৩৩ মিনিট আগেএবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের পাঁচ ভেন্যুর দুটিতে মুন্সিগঞ্জ ও গাজীপুরে হয়েছে প্রথম দিনের প্রথম দুটি ম্যাচ। কিন্তু দুই মাঠের অবস্থা এমন, যা দেখে প্রশ্নটি আপনাআপনি ঠোঁটে চলে আসে—এমন মাঠে কি খেলা যায়?
১ ঘণ্টা আগেপ্রথম ম্যাচের দাপুটে জয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিগার সুলতানা জ্যোতিদের। আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজে দলের লক্ষ্য এখন সিরিজ জয়। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেজ্যামাইকার কিংস্টনে আগামীকাল শুরু হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে সবাইকে সুস্থ ও ফিট অবস্থায় পাচ্ছে সফরকারী দল। মাথায় আঘাত পাওয়া তাসকিন আহমেদও এখন ফিট।
১২ ঘণ্টা আগে